Thursday, May 22, 2025

কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূলের প্রতিনিধি দল উপত্যকায়, বৈঠক ওমর আবদুল্লার সঙ্গে 

Date:

পহেলগাম সন্ত্রাস হামলার পরবর্তী সময়ে কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছাল উপত্যকায়। সীমান্তবর্তী পুঞ্চ ও রাজৌরি-সহ একাধিক ক্ষতিগ্রস্ত গ্রামে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ ও সাধারণ মানুষের দুর্দশা জানতে বৃহস্পতিবার সকাল থেকেই শ্রীনগরে বিভিন্ন স্থানে ঘোরার পরিকল্পনা রয়েছে তাঁদের।

এই প্রতিনিধি দলে রয়েছেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, রাজ্যসভার সাংসদ নাদিমুল হক, সাংসদ ও লেখিকা সাগরিকা ঘোষ, লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল এবং রাজ্যের সেচ ও বনমন্ত্রী মানস ভূঁইয়া। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই প্রতিনিধি দল কাশ্মীরে গিয়েছে। তাঁর মূল উদ্দেশ্য, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা সরাসরি জানা এবং তাঁদের পাশে দাঁড়ানো।

তৃণমূল কংগ্রেসের দলীয় এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, এই সফরের মাধ্যমে তাঁরা নিহতদের পরিবারের পাশে থাকতে এবং তাঁদের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে চায়। কাশ্মীরে পৌঁছেই বুধবার সন্ধ্যায় শ্রীনগরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর সঙ্গে এক ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠকে পহেলগাম সন্ত্রাস হামলার পরবর্তীকালে কাশ্মীরের সার্বিক পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন এবং কেন্দ্র ও রাজ্যের সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, বৃহস্পতিবার পুঞ্চ সফর করবে তৃণমূল প্রতিনিধি দল। সড়কপথে চার ঘন্টার এই যাত্রায় কঠোর নিরাপত্তার মধ্যে তাঁরা পৌঁছাবেন সীমান্তবর্তী গ্রামে। সেখানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে, তাঁরা কি ধরণের সরকারি সহায়তা পেয়েছেন তা জানার পাশাপাশি বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেবেন।

প্রসঙ্গত, পহেলগাম সন্ত্রাস হামলার জবাবে ভারত চালু করে ‘অপারেশন সিন্দুর’, যেখানে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। পাল্টা হামলায় পাকিস্তানের গুলিতে পুঞ্চ, রাজৌরি ও কুপওয়ারার মতো গ্রামে সাধারণ মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থায় সীমান্তবাসীর পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে কাশ্মীরে পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল।

তৃণমূল কংগ্রেস স্পষ্ট করেছে, বিদেশনীতি ও জাতীয় নিরাপত্তা প্রশ্নে তারা কেন্দ্রের পাশে থাকলেও, সাধারণ মানুষের মানবিকতার প্রশ্নে দল বরাবরই সক্রিয় থাকবে। সেই নীতির অনুসারেই এই সফর বলে জানিয়েছেন দলীয় নেতারা।

আরও পড়ুন – পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রয়োজনে মুখ্যসচিবের নেতৃত্বে দিল্লিতে টিম! নায্য পাওনা আদায়ে এবার কড়া অবস্থানের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলা জুড়ে চলছে উন্নয়নের জোয়ার। কেন্দ্র বাংলার প্রাপ্য দেয়নি। এমনকী বাংলা থেকে জিএসটি তুলে নিয়ে...

পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তায় ঢালাও উন্নয়ন! উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী 

১৪ বছরের রাজ্যে এক লক্ষ ৪৬ হাজার ৬৪৭ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে। পথশ্রী প্রকল্পে ৩৮ হাজার...

পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

বাংলার বিভিন্ন শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলায় ফিরে এলে তাদের যাতে কোনওরকম...

শিক্ষকদের মতো আচরণ করুন! আন্দোলনকারী শিক্ষকদের বললেন বিচারপতি

বিকাশ ভবনে অবস্থানকারী শিক্ষকদের মুখ পুড়ল হাইকোর্টে। বুধবার একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট বার্তা দিয়ে বলেন,...
Exit mobile version