Monday, November 3, 2025

দিল্লির পর মধ্যপ্রদেশে হাড়হিম করা ঘটনা! প্রেমিকার গলার নলি কেটে ভিডিয়ো পোস্ট

Date:

দিল্লিতে শ্রদ্ধা ওয়ারাকের খুনের রেশ এখনও টাটকা। এরই মাঝে আরও একটি রোমহর্ষক ঘটনার ছবি সামনে এল। এবার প্রেমিকাকে খুন করে তার গলা কাটা দেহের ভিডিয়ো রেকর্ড করল ঘাতক। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হুমকির সুরে ঘাতক বলে, “বাবু, স্বর্গে আমাদের আবার দেখা হবে।” একইসঙ্গে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন!’

আরও পড়ুন:নৃশংস! প্রেমিকাকে কুপিয়ে খু*ন করে ৩৫ টুকরো করে জঙ্গলে ছড়িয়ে দিলেন ঘাতক

ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের জব্বলপুরে। জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অভিজিৎ পাতিদার। পুলিশ সূত্রের খবর, মৃতার নাম শিল্পা জারিয়াতাঁর বয়স  ২৫ বহর।জব্বলপুরের মেখলা রিসর্ট থেকে উদ্ধার হয়েছে শিল্পার রক্তাক্ত দেহ।সেই মৃতদেহের পাশে দাঁড়িয়ে অভিজিৎ বেশ কয়েকটি ভিডিয়ো পোস্ট করেন। তার একটি ভিডিয়োয় তাকে বলতে শোনা যায়, ‘বিশ্বাসঘাতকতা বরদাস্ত করব না।’ অপর এক ভিডিয়োতে সেই অভিযুক্ত বলে, ‘বাবু, স্বর্গে দেখা হবে।’

আরও একটি ভিডিয়োয় নিজের নাম প্রকাশ করে অভিজিৎ দাবি করেছেন, তিনি পটনার এক জন ব্যবসায়ী। তাঁর ব্যবসার সঙ্গী জিতেন্দ্র কুমারের সঙ্গে শিল্পার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিজিৎ দাবি করেছেন, সেই সম্পর্ককে কাজে লাগিয়ে জিতেন্দ্রর কাছ থেকে ১২ লক্ষ টাকা হাতিয়ে জব্বলপুরে পালিয়ে এসেছিলেন শিল্পা। জিতেন্দ্রর নির্দেশেই তাই জব্বলপুরে এসে শিল্পাকে খুন করেছে অভিজিৎ।

ইতিমধ্যেই জিতেন্দ্র এবং তাঁর ঘনিষ্ঠ সুমিত পটেলকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জব্বলপুর পুলিশের এসএসপি প্রিয়ঙ্কা শুক্লা জানিয়েছেন, এক মাস ধরে জিতেন্দ্রর বাড়িতে থাকতেন অভিজিৎ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গত ৬ নভেম্বর মেখলা রিসর্টে একটি ঘর ভাড়া নিয়েছিলেন অভিজিৎ। রাতে একাই ছিলেন। পর দিন বিকালে এক মহিলা আসেন সেখানে এবং তাঁরা দু’জনে খাবারের অর্ডার দেন। এক ঘণ্টা পর হোটেলের ঘরের দরজা বন্ধ করে অভিজিৎ বেরিয়ে যান। ৮ নভেম্বর হোটেলের দরজা ভেঙে শিল্পার নলিকাটা দেহ উদ্ধার করে পুলিশ।অভিজিৎ -এর খোঁজে চারটি বিশেষ দল গঠন করে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটে পাঠানো হয়েছে।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version