Sunday, August 24, 2025

বিশ্বকাপ জেতার দাবিদার কে? উত্তরে মেসি আর্জেন্তিনাকে নয় বরং এগিয়ে রাখলেন ব্রাজিল-ফ্রান্সকে

Date:

বেজে গিয়েছে ২০২২ কাতার বিশ্বকাপের দামামা। হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু ফুটবলের মহাযুদ্ধ। ইতিমধ্যেই আবুধাবি পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা। এবারই নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন লিওনেল মেসি। আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপ জিতে ফুটবলের সব থেকে বড় মঞ্চকে বিদায় জানাতে চান তিনি। তবে বিশ্বকাপ জেতার দাবিদার নিজেদের মানছেন না লিও। বরং খেতাব জেতার ক্ষেত্রে এগিয়ে রাখলেন ব্রাজিল, ফ্রান্সকে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ‘কনমেবল’-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন মেসি।

মেসি বলেন,”যখনই আমরা বিশ্বকাপ জেতার দাবিদারের কথা বলি তখনই কিছু নাম আমাদের মাথায় আসে। বাকিদের তুলনায় আমি ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ডকে এগিয়ে রাখব। তবে বিশ্বকাপে সব দলই কঠিন। তাই কারও পক্ষেই জেতা সহজ হবে না। লড়াই হবে সমানে সমানে।”

কোচ স্কালোনির অধীনে খেলার আর্জেন্তাইনদের খেলার ধাঁচ অনেকটা বদলে গিয়েছে। গতবার নীল-সাদা দলের হয়ে কোপা আমেরিকা জিতেছিলেন মেসি। সেই দলের প্রায় সকলে এবারের বিশ্বকাপের দলে রয়েছেন। দলে বেশি পরিবর্তন না হলে নিজেদের মধ‍্যে বোঝাপড়ায় অনেক সুবিধা হয় বলে জানান মেসি। এই নিয়ে লিও বলেন,” মাঠে একে অপরের সঙ্গে যত বেশি সময় কাটানো যায়, যত একসঙ্গে খেলা যায়, তত বোঝাপড়ায় সুবিধা হয়। কে কী ভাবছে সেটা বুঝতে পারি।”

সদ‍্য কোপা আমেরিকা চ‍্যাম্পিয়ন। তবে বিশ্বকাপে নামার আগে সাবধানী মেসি। তিনি বলেন,” ভালভাবে বিশ্বকাপ শুরু করতে চাইছি। তাহলে পরে যে চ্যালেঞ্জ আসবে তার মোকাবিলা করতে সুবিধা হবে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version