Thursday, July 3, 2025

সিবিআই-এর পরে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল ইডি

Date:

Share post:

এবার ইডির (ED) কব্জায় অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আসানসোল জেলা আদালতে বৃহস্পতিবার সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন জানাবে ইডি (ED), এমনটাই মনে করা হচ্ছে।

গরু পাচার কাণ্ডে (Cow Smuggling) আগেই অনুব্রতকে সিবিআই (CBI) গ্রেফতার করেছিল। এবার ইডি গ্রেফতার করায় অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। সকাল থেকে লাগাতার জেরা করা হয় অনুব্রতকে। চার পাতার প্রশ্নপত্রে অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তি, টাকার লেনদেনের বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ইডি আধিকারিকদের তিনজনের বিশেষ টিম বৃহস্পতিবার সকালেই আসানসোলের সংশোধনাগারে পৌঁছে যান। অনুব্রত মন্ডলের অ্যাকাউন্টে যে কোটি কোটি টাকা পাওয়া গেছে গরু পাচারের সঙ্গে সেই টাকার যোগ আছে কিনা তা নিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডি সূত্রে খবর তিনি প্রশ্নের সঠিক জবাব দেননি। তথ্য গোপন করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে সায়গল হোসেনকে (Saigal Hossain) দিল্লিতে নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দফায় দফায় দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকেও। অনুব্রত অ্যাকাউন্টেন্ট মনীষ কোঠারিকেও দিল্লিতে জিজ্ঞাসাবাদ করেছে ইডি (ED)। এবার অনুব্রতর দিল্লি যাওয়া সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল। শুক্রবার আদালতে এই নিয়ে আবেদন করতে পারে ইডি।

 

spot_img

Related articles

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...