Tuesday, August 26, 2025

নিয়ম না মেনেই ‘টিউবেক্টমি’ (Tubectomy) করার ঘটনা বিহারের খাগাড়িয়া গ্রামে (Khagaria, Bihar)। ২৪ জন মহিলাকে অজ্ঞান (Anasthesia) না করেই ওই অস্ত্রোপচার (Operation) করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।

অ্যানাস্থেসিয়া না করেই চব্বিশ জন মহিলার অস্ত্রোপচার! বিহারের খাগাড়িয়া জেলার একাধিক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে (rural health centers) মহিলাদের অচেতন না করেই অস্ত্রোপচার করার অভিযোগ ঘিরে হইচই পড়ে গেছে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় টিউবেক্টমি একটি বিশেষ ধরনের অপারেশন যাতে নির্ধারিত সময়ের পর মহিলারা আর অন্তঃসত্ত্বা না হতে পারেন। কিন্তু তার জন্য যাঁদের অপারেশন করা হবে সেই মহিলাদের সঠিক পদ্ধতি মেনে আগে অচেতন করা প্রয়োজন। কিন্তু বিহারের এই গ্রামে এইসব কোনও নিয়মই মানা হয়নি। সূত্রের খবর, ওই অস্ত্রোপচারের প্রকল্প রাজ্য সরকারই চালায়। সরকারের সঙ্গে একটি সমাজসেবী সংস্থা যৌথ ভাবে হাত মিলিয়ে অস্ত্রোপচারের দায়িত্ব নিয়েছিল। ‘টিউবেক্টমি’ অস্ত্রোপচারের জন্য মোট ৫৩ জন মহিলা নাম লিখিয়েছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন মহিলার অস্ত্রোপচার ‘ভুল’ পদ্ধতিতে হয়েছে। যদিও গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের তরফে বলা হয়েছে ওষুধ প্রয়োগ করা হলেও তা সবার দেহে সমানভাবে কাজ না করাই বিভ্রান্তি তৈরি হয়েছে। বুধবার খাগাড়িয়ার জেলাশাসক অলোকরঞ্জন ঘোষ ওই বিষয়ে তদন্ত শুরু করেন। তবেই প্রথম নয়, ২০১২ সালে বিহারের অররিয়া জেলায় দু’ঘণ্টার মধ্যে ৫৩ জন মহিলার ‘টিউবেক্টমি’ করা হয়েছিল। ওই ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতারও করা হয়েছিল। দশ বছর কাটতে না কাটতেই আবার একই ঘটনার পুনরাবৃত্তি, আঙ্গুল তুলছে সে রাজ্যের সরকারের দিকে।

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version