Sunday, November 16, 2025

Corona News : সংক্রমণ গ্রাফ তলানিতে, বিমানে আর পরতে হবে না মাস্ক !

Date:

প্রায় দু বছরের লড়াইয়ের পর দেশে করোনা (Corona) সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry) তরফে জানানো হয়েছে যে দেশে করোনা (Corona) সংক্রমণ এখন একেবারে তলানিতে। তাই এবার করোনা বিথি কার্যত পুরোপুরি শিথিল করার পথে হাঁটল কেন্দ্রীয় সরকার (Government of India)। বাস, ট্রেন, জাহাজের পর এবার বিমানেও মাস্ক (Mask) পরা আর বাধ্যতামূলক নয় জানিয়ে দিল কেন্দ্র।

দেশজুড়ে করোনা নিয়ে স্বস্তিতে বিশেষজ্ঞরা।গত কয়েক সপ্তাহ ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যাটা এক হাজারের নিচেই রয়েছে। ভ্যাকসিন আর বুস্টারের জোড়া ফলায় কিছুটা অকেজো হয়ে পড়েছে ভাইরাস। এবার করোনা সংক্রান্ত করা বিধি নিষেধ শিথিল করতে আগ্রহী কেন্দ্র। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (Civil Aviation Ministry) বুধবার জানিয়ে দিয়েছে, এবার বিমানযাত্রার সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে করোনা আক্রান্তের সংখ্যা কমে গেলেও যাত্রীরা প্রয়োজনে মাস্ক পরতে পারেন। একাধিক বিমান সংস্থাকে সরকারের তরফে জানানো হয়েছে, কোভিড-১৯ ম্যানেজমেন্টের (Covid 19 management program) অংশ হিসাবেই এই নয়া সরকারি নীতি আনা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৬৩৫ জন। পর্যন্ত দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৬৭ হাজার ৩১১ জন। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ৭ হাজার ১৭৫ জন। যা মোট আক্রান্তের মাত্র ০.২ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া তথ্য এবং পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ২৯ হাজার ৫৯০ জন করোনাকে জয় করে সুস্থ হয়েছেন।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version