Sunday, November 9, 2025

ব্রিটিশদের সহায়তা করেছিলেন সাভারকর: মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে FIR

Date:

ব্রিটিশদের সহায়তা করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। তিনি প্রতারণা করেছিলেন গান্ধী ও নেহরুর সঙ্গে। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর(Rahul Gandhi) এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। রাহুলের এই মন্তব্যের জেরে সাভারকরের নাতি রঞ্জিৎ সাভারকর(Ranjit Savarkar) ও শিবসেনা(ShivSena) সাংসদ রাহুল শেওয়ালে মুম্বইয়ের শিবাজি পার্ক থানায় রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন। রঞ্জিতের দাবি রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’ পাত্তা পাচ্ছে না বলেই এই ধরনের মন্তব্য করছেন তিনি।

সম্প্রতি ভারত জোড়ো যাত্রা থেকে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মন্তব্য করেন, “বীর সাভারকর ব্রিটিশকে একটি চিঠি লিখে জানিয়েছিলেন, ‘স্যার, আমি আপনাদের আজ্ঞাবহ দাস।’ এবং তাতে স্বাক্ষর করেছিলেন। সাভারকর ব্রিটিশদের সহায়তা করেছিলেন। তিনি মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেলের মতো নেতাদের সঙ্গে প্রতারণা করেছিলেন ভয়ে ভয়ে চিঠিটিতে সই করে।”

রাহুলের এই মন্তব্যের পরই তাঁর গ্রেফতারি চেয়ে সাভারকরের নাতি বলেন, “অতীতেও এভাবেই সাভারকরের অপমান করেছে ওরা। তাই এবার আমরা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। একজন মহিলা শরদ পওয়ারকে অপমান করায় জেলে গিয়েছিলেন এক মাসের জন্য। সাভারকর পওয়ারের চেয়ে অনেক বড় নেতা। তাই এবার কংগ্রেস নেতাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করুক সরকার।”

উল্লেখ্য ২০১৭ সালেও কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন রঞ্জিৎ। এই প্রসঙ্গে সাভারকরের নাতি বলেছেন, “রাহুল এই ধরনের অন্যায় বারবার করেছেন। এর আগে ২০১৭ সালেও তিনি টুইটারে আপত্তিজনক মন্তব্য করেছিলেন। কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতি করছে। বারবার সাভারকরকে অপমান করে চলেছে ওরা।”

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version