Thursday, August 28, 2025

যারা পাড়ায় ময়লা ফেলে তারা গণশত্রু! চিহ্নিত করুন, কড়া বার্তা মেয়রের

Date:

এ বছর কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় অতিরিক্ত ডেঙ্গুর প্রকোপ। শুধু আক্রান্ত হওয়াই নয়, মশাবাহিত এই রোগের প্রাণহানির ঘটনাও ঘটছে। আর এই ডেঙ্গু মোকাবিলায় সবার আগে মানুষকে সচেতন হতে বলে বলে আগেই বার্তা দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এবার ডেঙ্গু মোকাবিলায় রাজপথে নেমে ফের কড়া বার্তা মেয়রের। মডেল ওয়ার্ড হিসেবে চিহ্নিত ১০১ নম্বর ওয়ার্ডে পথে পথে ঘুরে সচেতনতা বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম, স্থানীয় কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, বিধায়ক দেবব্রত মজুমদার সহ আরও অনেকে।

এদিন ডেঙ্গু নিয়ে সচেতনতার পাশাপাশি বিরোধী দলকেও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে কটাক্ষ করতে ছাড়েননি ফিরহাদ হাকিম। এক নজরে দেখুন কী কী বললেন ফিরহাদ হাকিম।

যারা পাড়ায় ময়লা ফেলে তারা গণশত্রু! চিহ্নিত করুন, খবর দিন।

ডাব বিক্রেতাদের জন্য একটা গাইড লাইন ইস্যু করা হবে। যাতে গোটা খোলার বদলে খোলা হাফ করে কেটে ফেলা হয়।

সুকান্ত মজুমদার যদি কথা দেয় ডেঙ্গি রুখে দেবে, তাহলে আমি এক্ষুণি পদত্যাগ করব।

হু নিষেধ করেছে বলেই মশা মারার ধোঁয়া দেওয়া বন্ধ করেছি।

মুর্শিদাবাদে সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। গাড়ির ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। আমরা শোকার্ত পরিবারের পাশে আছি। আবু তাহের বলে না, যে কোনও বেপরোয়া ড্রাইভিং-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে।

মিনাখায় পরিবারের কেউ বোমা বাঁধছিল। বোমার বারুদ কোথা থেকে আসছে। কোথায় উৎপাদন হয়? গান শেল কারখানার বারুদ বাইরে আসছে কিভাবে? আর জেনে রাখুন, এগুলো NIA এসে ধরেনি। রাজ্যের পুলিশই ধরেছে।

আজ রাজ্যে নীতিন গড়কড়ি। ওনাকে স্বাগত। কিন্তু উনি ভুলে গেছেন, ওনার থেকেও বড় নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরেকটা মোটা মতো লোক (অমিত শাহ) এসে অনেক লাফালাফি করেছে। কিন্তু কোনও লাভ হয়নি।

তোলাবাজি যে কোনও মূল্যে রুখছি। রুখব। পুলিশকে কড়া নির্দেশ দেওয়া আছে।

দিলীপবাবুর উচিৎ নিজেদের ঠিক করা। আমাদের দু’একটা নেতা অন্যায় করেছে। কিন্তু আমাদের দল হল ত্যাগের দল। মমতা বন্দ্যোপাধ্যায় আজও সততার প্রতীক।

সাইথিয়ায় কোনও গোষ্ঠী কোন্দল নেই। গ্রামীন বিবাদ। দুই পরিবারের মধ্যে গোলমাল। এখন তো সবাই তৃণমূল। তাই কিছু লোক গোষ্ঠী কোন্দল বলে চেঁচায়।

১০০ শতাংশ কাজ হয়েছে এমন দাবি আমরা করিনি। একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করেন। বাকি থাকা কাজ দ্রুত শেষ করার চেষ্টা করেন।

Related articles

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...
Exit mobile version