Friday, May 16, 2025

খনি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির(ED) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন(Hemant Soren)। অবশ্য জিজ্ঞাসাবাদের আগে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। খনি দুর্নীতি মামলায় খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১০০০ কোটি টাকার অভিযোগ এনেছে ইডি। এদিন সেই অভিযোগের পাল্টা তোপ দাগেন হেমন্ত।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন হেমন্ত সোরেন বলেন, যে রাজ্যেই সম্পদ্রে প্রাকৃতিক উৎস রয়েছে সেখানেই অবৈধ খাদানের ‘অভিশাপ’ থাকে। তিনি লেখেন ‘ঝাড়খণ্ড তার ব্যতিক্রম নয়’। তিনি এও জানিয়েছেন, গোটা ঝাড়খণ্ডের পাথর খাদান থেকে মোট রয়্যালটি আয় হল, ৭৫০ কোটি টাকার। তাঁর প্রশ্ন, “তাহলে কীভাবে ইডি বলতে পারে যে ১০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে?” এরপর যে ভাষায় তাঁকে চিঠি লেখা হয়েছে তাঁর বিরুদ্ধে ক্ষভ উগরে সোরেন বলেন, “আমি একজন মুখ্যমন্ত্রী। আমি সাংবিধানিক পদে রয়েছি। তবে যেভাবে আমাকে সমন করা হয়েছে, মনে হচ্ছে, আমি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি যেন। আমার তো মনে হয়, ব্যবসায়ী ছাড়া কোনও রাজনৈতিক নেতা দেশ ছেড়ে পালাননি।” বলার অপেক্ষা রাখে না সোরেনের অভিযোগের তীর ছিল মোদি জমানায় বিপুল টাকার তছরুপ করে দেশ ছেড়ে চলে যাওয়া ব্যাবসায়ী নীরব মোদি, বিজয় মালিয়াদের দিকে। শুধু তাই নয়, ইডির চিঠি পাওয়া প্রসঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, “আমি অবাক যে, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এতবড় অভিযোগ এত হালকাভাবে কী করে কেউ আনতে পারে!”

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version