Friday, November 14, 2025

খনি দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা হেমন্ত সোরেনের

Date:

খনি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির(ED) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন(Hemant Soren)। অবশ্য জিজ্ঞাসাবাদের আগে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। খনি দুর্নীতি মামলায় খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১০০০ কোটি টাকার অভিযোগ এনেছে ইডি। এদিন সেই অভিযোগের পাল্টা তোপ দাগেন হেমন্ত।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন হেমন্ত সোরেন বলেন, যে রাজ্যেই সম্পদ্রে প্রাকৃতিক উৎস রয়েছে সেখানেই অবৈধ খাদানের ‘অভিশাপ’ থাকে। তিনি লেখেন ‘ঝাড়খণ্ড তার ব্যতিক্রম নয়’। তিনি এও জানিয়েছেন, গোটা ঝাড়খণ্ডের পাথর খাদান থেকে মোট রয়্যালটি আয় হল, ৭৫০ কোটি টাকার। তাঁর প্রশ্ন, “তাহলে কীভাবে ইডি বলতে পারে যে ১০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে?” এরপর যে ভাষায় তাঁকে চিঠি লেখা হয়েছে তাঁর বিরুদ্ধে ক্ষভ উগরে সোরেন বলেন, “আমি একজন মুখ্যমন্ত্রী। আমি সাংবিধানিক পদে রয়েছি। তবে যেভাবে আমাকে সমন করা হয়েছে, মনে হচ্ছে, আমি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি যেন। আমার তো মনে হয়, ব্যবসায়ী ছাড়া কোনও রাজনৈতিক নেতা দেশ ছেড়ে পালাননি।” বলার অপেক্ষা রাখে না সোরেনের অভিযোগের তীর ছিল মোদি জমানায় বিপুল টাকার তছরুপ করে দেশ ছেড়ে চলে যাওয়া ব্যাবসায়ী নীরব মোদি, বিজয় মালিয়াদের দিকে। শুধু তাই নয়, ইডির চিঠি পাওয়া প্রসঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, “আমি অবাক যে, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এতবড় অভিযোগ এত হালকাভাবে কী করে কেউ আনতে পারে!”

Related articles

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...
Exit mobile version