Friday, November 14, 2025

কলেজিয়াম পদ্ধতি পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট

Date:

সুপ্রিম কোর্ট (Supreme Court) এবং হাইকোর্টে (High Court) বিচার বিভাগীয় নিয়োগের কলেজিয়াম (Collegium) পদ্ধতি পুনর্বিবেচনার জন্য রিট পিটিশনের (Writ Petition) তালিকা তৈরি করতে সম্মতি দিলেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Chief Justice D Y Chandrachud)। বৃহস্পতিবারই তিনি এই সিদ্ধান্তে সম্মত হয়েছেন বলে সূত্রের খবর। পিটিশনে জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন বা NJAC-এর পুনরুজ্জীবনের দাবি জানানো হয়েছে।

সম্প্রতি কলেজিয়াম সিস্টেম নিয়ে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মুখ খোলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju)। তিনি জানান, কলেজিয়াম ব্যবস্থা অস্বচ্ছ। অনেক বিচারপতিও এটা বিশ্বাস করেন। এতে সন্তুষ্ট না হলেও সরকার বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত বর্তমান ব্যবস্থাতেই কাজ করতে হবে। একইসঙ্গে রিজিজু বলেন, বিচার বিভাগেরও এক্ষেত্রে প্রবেশ করা উচিত নয়। নির্বাচিত প্রতিনিধিদের ওপরই দেশ চালানোর দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। রিজিজু আরও জানান, ব্যক্তিদের মধ্যে যোগ্যতমকেই বিচারপতি পদে উন্নীত করা উচিত কারণ কলেজিয়ামের বিচারপতিরা শুধুমাত্র তাঁদের পরিচিত ব্যক্তিদেরকেই নিয়োগ করেন। ২০১৫ সালে, সুপ্রিম কোর্ট ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন (NJAC) আইনকে বাতিল করে দিয়েছে। কিন্তু, তারা জানায়নি, এর চেয়ে ভালো বিকল্প কী? বদলে তারা মনে করেছে যে পুরোনো কলেজিয়াম সিস্টেমটিই চালিয়ে যাওয়া উচিত।

তবে ইতিমধ্যে বিষয়টি নিয়ে আইনজীবী ম্যাথুস জে. নেদুমপারা, অন্যান্য আইনজীবীদের সঙ্গে এবিষয়ে কথা বলেছেন। তিনি জানান, ২০১৫ সালের অক্টোবরে কেন্দ্র সাংবিধানিক সংশোধনী আইনকে বাতিল করে জনগণের ইচ্ছাকে ব্যর্থ করে NJAC প্রক্রিয়া চালু করেছিল। পিটিশনে আরও বলা হয়েছে ২০১৫ সালের রায়টি যত শীঘ্র সম্ভব কার্যকর করা উচিত কারণ এটি কলেজিয়াম ব্যবস্থাকে নতুন জীবন দান করেছে।

Related articles

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...
Exit mobile version