Friday, August 22, 2025

খড়গপুরে শুভেন্দুকে দেখে থালা বাজিয়ে “চোর চোর” স্লোগান তৃণমূলের

Date:

“চোর চোর চোরটা/শিশিরবাবুর ছেলেটা!” রাজ্যের শাসক দল তৃণমূলের (TMC) নেতা-নেত্রী-কর্মী-সমর্থক, সকলের মুখেই এখন এই স্লোগান ঘোরাফেরা করে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কটাক্ষ করেই যে ঘাসফুল শিবিরের এমন স্লোগান বলেই মনে করে রাজনৈতিক মহল।

শুভেন্দু কোনও কর্মসূচিতে গেলে তাঁকে বা তাঁর কনভয় লক্ষ্য করে এমন স্লোগান দিতে দেখা গিয়েছে। ফের একবার শুভেন্দুকে দেখে “চোর চোর…” স্লোগান উঠল। বিরোধী দলনেতার মানসিক সুস্থতা কামনায় হাতে “গেট ওয়েল সুন” লেখা পোস্টার, আর মুখে ”চোর চোর” স্লোগান! খড়গপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে এবার থালা বাজিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

আজ, বৃহস্পতিবার খড়গপুরের কাছে খেমাশুলিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। খড়়গপুরের চৌরঙ্গী এলাকায় দিয়ে যখন তাঁর কনভয় যাচ্ছিল, তখনই জাতীয় সড়কে দু’ধারে দাঁড়িয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। হাতে ”গেট ওয়েল সুন” লেখা পোস্টার নিয়ে শুভেন্দুর কনভয় লক্ষ্য করে ”চোর চোর..'” স্লোগান দেন তাঁরা।

প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ফের একবার দাবি করেছেন, কয়লাপাচার কাণ্ডে অভিযুক্ত, গোয়েন্দাদের খাতায় ফেরার বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারীর ফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপ তাঁর হাতে আছে। সময় মতো তিনি তা সামনে আনবেন। একইসঙ্গে অভিষেকের দাবি, আসানসোল নির্বাচনের আগে একটি হোটেলে শুভেন্দু কয়লা মাফিয়াদের সঙ্গে বৈঠক করেছেন। সেই প্রমাণও আছে তাঁর হাতে। ফলে চোরের মায়ের বড় গলা। প্রকৃত “কয়লা চোর” শুভেন্দু অধিকারী বলে দাবি তৃণমূলের। এবং বিভিন্ন দুর্নীতি মামলা থেকে বাঁচাতেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version