Thursday, November 13, 2025

কলেজিয়াম পদ্ধতি পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট

Date:

সুপ্রিম কোর্ট (Supreme Court) এবং হাইকোর্টে (High Court) বিচার বিভাগীয় নিয়োগের কলেজিয়াম (Collegium) পদ্ধতি পুনর্বিবেচনার জন্য রিট পিটিশনের (Writ Petition) তালিকা তৈরি করতে সম্মতি দিলেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Chief Justice D Y Chandrachud)। বৃহস্পতিবারই তিনি এই সিদ্ধান্তে সম্মত হয়েছেন বলে সূত্রের খবর। পিটিশনে জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন বা NJAC-এর পুনরুজ্জীবনের দাবি জানানো হয়েছে।

সম্প্রতি কলেজিয়াম সিস্টেম নিয়ে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মুখ খোলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju)। তিনি জানান, কলেজিয়াম ব্যবস্থা অস্বচ্ছ। অনেক বিচারপতিও এটা বিশ্বাস করেন। এতে সন্তুষ্ট না হলেও সরকার বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত বর্তমান ব্যবস্থাতেই কাজ করতে হবে। একইসঙ্গে রিজিজু বলেন, বিচার বিভাগেরও এক্ষেত্রে প্রবেশ করা উচিত নয়। নির্বাচিত প্রতিনিধিদের ওপরই দেশ চালানোর দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। রিজিজু আরও জানান, ব্যক্তিদের মধ্যে যোগ্যতমকেই বিচারপতি পদে উন্নীত করা উচিত কারণ কলেজিয়ামের বিচারপতিরা শুধুমাত্র তাঁদের পরিচিত ব্যক্তিদেরকেই নিয়োগ করেন। ২০১৫ সালে, সুপ্রিম কোর্ট ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন (NJAC) আইনকে বাতিল করে দিয়েছে। কিন্তু, তারা জানায়নি, এর চেয়ে ভালো বিকল্প কী? বদলে তারা মনে করেছে যে পুরোনো কলেজিয়াম সিস্টেমটিই চালিয়ে যাওয়া উচিত।

তবে ইতিমধ্যে বিষয়টি নিয়ে আইনজীবী ম্যাথুস জে. নেদুমপারা, অন্যান্য আইনজীবীদের সঙ্গে এবিষয়ে কথা বলেছেন। তিনি জানান, ২০১৫ সালের অক্টোবরে কেন্দ্র সাংবিধানিক সংশোধনী আইনকে বাতিল করে জনগণের ইচ্ছাকে ব্যর্থ করে NJAC প্রক্রিয়া চালু করেছিল। পিটিশনে আরও বলা হয়েছে ২০১৫ সালের রায়টি যত শীঘ্র সম্ভব কার্যকর করা উচিত কারণ এটি কলেজিয়াম ব্যবস্থাকে নতুন জীবন দান করেছে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version