Monday, May 5, 2025

সুপ্রিম কোর্ট (Supreme Court) এবং হাইকোর্টে (High Court) বিচার বিভাগীয় নিয়োগের কলেজিয়াম (Collegium) পদ্ধতি পুনর্বিবেচনার জন্য রিট পিটিশনের (Writ Petition) তালিকা তৈরি করতে সম্মতি দিলেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Chief Justice D Y Chandrachud)। বৃহস্পতিবারই তিনি এই সিদ্ধান্তে সম্মত হয়েছেন বলে সূত্রের খবর। পিটিশনে জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন বা NJAC-এর পুনরুজ্জীবনের দাবি জানানো হয়েছে।

সম্প্রতি কলেজিয়াম সিস্টেম নিয়ে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মুখ খোলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju)। তিনি জানান, কলেজিয়াম ব্যবস্থা অস্বচ্ছ। অনেক বিচারপতিও এটা বিশ্বাস করেন। এতে সন্তুষ্ট না হলেও সরকার বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত বর্তমান ব্যবস্থাতেই কাজ করতে হবে। একইসঙ্গে রিজিজু বলেন, বিচার বিভাগেরও এক্ষেত্রে প্রবেশ করা উচিত নয়। নির্বাচিত প্রতিনিধিদের ওপরই দেশ চালানোর দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। রিজিজু আরও জানান, ব্যক্তিদের মধ্যে যোগ্যতমকেই বিচারপতি পদে উন্নীত করা উচিত কারণ কলেজিয়ামের বিচারপতিরা শুধুমাত্র তাঁদের পরিচিত ব্যক্তিদেরকেই নিয়োগ করেন। ২০১৫ সালে, সুপ্রিম কোর্ট ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন (NJAC) আইনকে বাতিল করে দিয়েছে। কিন্তু, তারা জানায়নি, এর চেয়ে ভালো বিকল্প কী? বদলে তারা মনে করেছে যে পুরোনো কলেজিয়াম সিস্টেমটিই চালিয়ে যাওয়া উচিত।

তবে ইতিমধ্যে বিষয়টি নিয়ে আইনজীবী ম্যাথুস জে. নেদুমপারা, অন্যান্য আইনজীবীদের সঙ্গে এবিষয়ে কথা বলেছেন। তিনি জানান, ২০১৫ সালের অক্টোবরে কেন্দ্র সাংবিধানিক সংশোধনী আইনকে বাতিল করে জনগণের ইচ্ছাকে ব্যর্থ করে NJAC প্রক্রিয়া চালু করেছিল। পিটিশনে আরও বলা হয়েছে ২০১৫ সালের রায়টি যত শীঘ্র সম্ভব কার্যকর করা উচিত কারণ এটি কলেজিয়াম ব্যবস্থাকে নতুন জীবন দান করেছে।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version