Wednesday, November 26, 2025

মহাকাশ গবেষণায় নজির! প্রথম বেসরকারি রকেটের সফল উৎক্ষেপণ ভারতের

Date:

Share post:

ভারতীয় মহাকাশ (Indian Space) ইতিহাসে নয়া নজির। মহাকাশে সফল উৎক্ষেপণ ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে নির্মিত রকেট ‘বিক্রম-এস’ (Vikram S)-এর। শুক্রবার বেসরকারি সংস্থা ‘স্কাইরুট এরোস্পেস’ (Skyroot Areospace) -এর তৈরি ‘বিক্রম-এস’-এর উৎক্ষেপণ হয় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে। বিখ্যাত বিজ্ঞানী তথা ভারতে মহাকাশ অভিযানের প্রাণ পুরুষ হিসেবে পরিচিত বিক্রম সারাভাইয়ের (Vikram Sarabhai) নাম অনুসারে এই রকেটের নামকরণ করা হয়েছে। গবেষণা কেন্দ্র সূত্রে খবর, উৎক্ষেপণের পর সফল ভাবেই রকেটটি নির্দিষ্ট কক্ষপথে পৌঁছেছে।

‘স্কাইরুট এরোস্পেস’-এর তরফে দাবি করা হয়েছে, ২০২০ সালে ‘বিক্রম-এস’ রকেট তৈরির কাজ শুরু হয়েছিল। রকেটের কাঠামো তৈরি হয়েছে কার্বন ফাইবার দিয়ে। যার মোট ওজন ৫৪৫ কিলোগ্রাম। ‘বিক্রম-এস’-এর দৈর্ঘ্য ৬ মিটার ও প্রস্থ ০.৩৭৫ মিটার। এদিকে আগামী ১০ বছরে ‘বিক্রম’ সিরিজের ২০ হাজারের বেশি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই কারণে ’বিক্রম-এস’-র উৎক্ষেপণ বেশ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, প্রথমবার এই মহাকাশ অভিযানের নাম ‘স্কাইরুট এরোস্পেস’-র তরফে ‘প্রারম্ভ’ রাখা হয়েছিল। ‘বিক্রম এস’-র নির্মাণকারী সংস্থা সূত্রে খবর, চলতি মাসের একেবারে শুরু দিকেই এই রকেট নির্মাণের কাজ শেষ হয়েছিল।

নির্মাণকারী সংস্থা ‘স্কাইরুট এরোস্পেস’ আরও জানিয়েছে, এটি একটি একক পর্যায়ের সাব অরবিটাল রকেট। বিক্রম সিরিজের অন্য রকেটগুলির প্রযুক্তিগত ক্ষমতা যাচাই করতে এই রকেট সাহায্য করবে বলে খবর। তবে বিক্রম সিরিজের অন্য রকেটগুলি কবে মহাকাশে পাঠানো হবে, তা এখনও জানায়নি নির্মাণকারী সংস্থা।

spot_img

Related articles

পচা শামুকে পা কাটবে না! সশরীরে হাজিরা না দেওয়ায় পার্থকে ভর্ৎসনা বিচারকের

পচা শামুকে পা কাটবেন না, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আচরণের রুষ্ট বিচারক। শিক্ষক নিয়োগ মামলায় সম্প্রতি শর্তসাপেক্ষে জামিন...

SSC নিয়োগের সব মামলা কলকাতা হাই কোর্টে পাঠাল শীর্ষ আদালত

SSC নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাই কোর্টে পাঠাল শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয়...

ঘরের মাঠে ফের চুনকামের লজ্জা, গম্ভীরের ভারতের থেকে প্রাপ্তি শুধুই হতাশা

চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছিল চতুর্থ দিনের বেলাশেষেই। পঞ্চম দিনে নাটকীয় কোনও পট পরিবর্তন হল না। সাড়ে তিন ঘণ্টায়...

সংবিধান মানব, বিজেপির গাইডলাইন নয়: সংবিধান হাতে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে গর্জে উঠলেন মমতা

সংবিধান মেনে চলব। বিজেপির গাইডলাইনে নয়, পরিষ্কার করে বলে গেলাম। বুধবার, সংবিধান দিবসে (Constitution Day) বাবা সাহেব আম্বেদকরের...