Sunday, August 24, 2025

মহাকাশ গবেষণায় নজির! প্রথম বেসরকারি রকেটের সফল উৎক্ষেপণ ভারতের

Date:

Share post:

ভারতীয় মহাকাশ (Indian Space) ইতিহাসে নয়া নজির। মহাকাশে সফল উৎক্ষেপণ ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে নির্মিত রকেট ‘বিক্রম-এস’ (Vikram S)-এর। শুক্রবার বেসরকারি সংস্থা ‘স্কাইরুট এরোস্পেস’ (Skyroot Areospace) -এর তৈরি ‘বিক্রম-এস’-এর উৎক্ষেপণ হয় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে। বিখ্যাত বিজ্ঞানী তথা ভারতে মহাকাশ অভিযানের প্রাণ পুরুষ হিসেবে পরিচিত বিক্রম সারাভাইয়ের (Vikram Sarabhai) নাম অনুসারে এই রকেটের নামকরণ করা হয়েছে। গবেষণা কেন্দ্র সূত্রে খবর, উৎক্ষেপণের পর সফল ভাবেই রকেটটি নির্দিষ্ট কক্ষপথে পৌঁছেছে।

‘স্কাইরুট এরোস্পেস’-এর তরফে দাবি করা হয়েছে, ২০২০ সালে ‘বিক্রম-এস’ রকেট তৈরির কাজ শুরু হয়েছিল। রকেটের কাঠামো তৈরি হয়েছে কার্বন ফাইবার দিয়ে। যার মোট ওজন ৫৪৫ কিলোগ্রাম। ‘বিক্রম-এস’-এর দৈর্ঘ্য ৬ মিটার ও প্রস্থ ০.৩৭৫ মিটার। এদিকে আগামী ১০ বছরে ‘বিক্রম’ সিরিজের ২০ হাজারের বেশি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই কারণে ’বিক্রম-এস’-র উৎক্ষেপণ বেশ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, প্রথমবার এই মহাকাশ অভিযানের নাম ‘স্কাইরুট এরোস্পেস’-র তরফে ‘প্রারম্ভ’ রাখা হয়েছিল। ‘বিক্রম এস’-র নির্মাণকারী সংস্থা সূত্রে খবর, চলতি মাসের একেবারে শুরু দিকেই এই রকেট নির্মাণের কাজ শেষ হয়েছিল।

নির্মাণকারী সংস্থা ‘স্কাইরুট এরোস্পেস’ আরও জানিয়েছে, এটি একটি একক পর্যায়ের সাব অরবিটাল রকেট। বিক্রম সিরিজের অন্য রকেটগুলির প্রযুক্তিগত ক্ষমতা যাচাই করতে এই রকেট সাহায্য করবে বলে খবর। তবে বিক্রম সিরিজের অন্য রকেটগুলি কবে মহাকাশে পাঠানো হবে, তা এখনও জানায়নি নির্মাণকারী সংস্থা।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...