Monday, November 3, 2025

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য

Date:

Share post:

প্রায় বছর ভরের টানাপোড়েন এবং জটিলতা কটিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের নয়া চেয়ারম্যান হলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য(Jyatirmay Bhattacharjee)। পাশাপাশি কমিশনের বিচারবিভাগীয় সদস্য হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি মধুমতি মিত্র(Madhumati Mitra)। শুক্রবার নবান্নের(Nabanna) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গত বছরের ২৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এক উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকেই রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে বেছে নেওয়া হয়েছিল। পাশাপাশি কমিশনের অন্যতম বিচারপতি হিসেবে বেছে নেওয়া হয়েছিল আর এক প্রাক্তন বিচারপতি শিবকান্ত প্রসাদকে। দুজনকে নিয়োগ করার জন্য ত‍ৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে সুপারিশ করা হয়েছিল।

কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অভিযোগ তুলে সেই সুপারিশকে মান্যতা দিতে অস্বীকার করেছিলেন প্রাক্তন রাজ্যপাল। একাধিকবার রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নিয়োগ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করার জন্য ধনকড়কে অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই অনুরোধে কর্ণপাত করেননি বিজেপির একনিষ্ট সমর্থক বাংলার প্রাক্তন রাজ্যপাল। কিন্তু ধনকড় চলে যাওয়ার পরে অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসা লা গনেশনকে রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগে সিলমোহর দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, দায়িত্ব থেকে চলে যাওয়ার আগে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের ফাইলে স্বাক্ষর করেছেন অস্থায়ী রাজ্যপাল।

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...