Saturday, August 23, 2025

ক্ষমতা বাড়ছে আধিকারিকদের, স্বচ্ছ পুর প্রশাসনের স্বার্থে বিল আসছে বিধানসভায়

Date:

স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। পুরসভার প্রশাসনিক ক্ষমতা বাড়াতে এক্সিকিউটিভ আধিকারিকের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই উদ্দ্যেশ্যে সংশ্লিষ্ট পুর আইনের একটি সংশোধনী বিধানসভার চলতি অধিবেশনেই পেশ করা হবে।

প্রশাসনিক সূত্রে খবর নতুন বিলে পুর প্রশাসকদের হাতে আর্থিক ক্ষমতা সহ এক গুচ্ছ নতুন ক্ষমতা যুক্ত করার প্রস্তাব রয়েছে। যাতে করোর ওপর নির্ভর না করেই দক্ষ হাতে পুর প্রশাসন পরিচালনা করতে পারেন সংশ্লিষ্ট আমলারা। নানা কারণে অনেক সময় বিভিন্ন পুরসভার ভোট আটকে থাকে। তখন প্রশাসক বসিয়ে পুরসভা পরিচালনা ছাড়া পথ থাকেনা সরকারের। হাওড়া পুর নিগমের ভোট এখনো বকেয়া। প্রশাসনের একাংশের মতে, পূর্ণাঙ্গ বোর্ডহীন পুরসভা পরিচালনায় স্বচ্ছতা রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ। পাশাপাশি, এই মুহূর্তে সরকারের প্রায় সব দফতরের তহবিলেই আর্থিক টানাটানি রয়েছে। প্রশাসকেরা যে হেতু রাজনীতির লোক, তাই তাঁদের রাজনৈতিক দায়বদ্ধতার নানা চাপ থাকতে পারে। খরচের বিষয়টি অফিসারদের হাতে থাকলে জরুরি কাজের বাইরে খরচ নিয়ন্ত্রণ করা সহজ হতে পারে। বিলটি আইনে পরিণত হলে, স্থানীয় প্রশাসনে খরচ, নিয়োগ ও প্রকল্প রূপায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মেয়র বা চেয়ারম্যানের পাশাপাশি দায়িত্ব থাকবে এক্সিকিইটিভ অফিসারদের ওপরও। স্থানীয় প্রশাসনে রাজ্য সরকার সরাসরি এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করে। রাজ্যের দাবি, এই আধিকারিকদের ক্ষমতা বাড়ালে, একদিকে যেমন প্রশাসনিক সচ্ছতা বাড়বে, অন্যদিকে উন্নয়নেও গতি আসবে।

যদিও বিরোধীদের অভিযোগ, মেয়র বা চেয়ারম্যানের ডানা ছাঁটতেই এই বিল আনছে রাজ্য সরকার।

আরও পড়ুন- ঐন্দ্রিলার কঠিন লড়াইয়ের পাশে অরিজিৎ সিং, নিচ্ছেন অভিনেত্রীর চিকিৎসার দায়িত্ব

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version