Sunday, August 24, 2025

ঢাক-ঢোল পিটিয়ে অশ্বডিম্ব! কয়লাকাণ্ডে প্রভাবশালী যোগের অভিযোগ শুভেন্দুর, ‘কে তিনি’? উত্তর নেই…

Date:

রাজ্য সরকারকে তুলোধনা করতে ঢাকঢোল পিটিয়ে সাংবাদিক বৈঠক দেগেছিলেন শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। তবে দিনের শেষে তা হয়ে দাঁড়ালো ‘অশ্বডিম্ব’। রাজ্যে কয়লা দুর্নীতি নিয়ে গালভরা ভাষণ দিলেন। শেষে এক অজ্ঞাত পরিচয় প্রভাবশালী এই দুর্নীতির অন্যতম পান্ডা বলে আঙুল তুললেন তিনি। তবে কে তিনি তা অবশ্য স্পষ্ট করলেন না রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে শুভেন্দুর ডাকা ‘অশ্ব ডিম্বের’ সাংবাদিক বৈঠকে ধোঁয়াশাই বাড়লো। তবে ‘মেঘের আড়ালে থাকা’ এই অজ্ঞাত পরিচয় প্রভাবশালী আদতে কে তা জানতে চেয়েছে তৃণমূলও(TMC)। পাল্টা তোপ দেগে বলা হয়েছে, ‘দম থাকলে নাম বলুন বিরোধী দলনেতা।’

শুক্রবার সাংবাদিক বৈঠকে কয়লা পাচার দুর্নীতি নিয়ে শুভেন্দু অভিযোগ করেন, কয়লা পাচার কাণ্ড আদতে একটি চক্র। দুর্নীতির মোট অঙ্ক ২ হাজার ৪০০ কোটি টাকা। গুরুপদ মাঝির নাম চার্জশিটে উল্লেখ আছে। তার মধ্যে ১ হাজার কোটি টাকা রাজ্যের প্রভাবশালী এক রাজনীতিকের কাছে গিয়েছে। ওই ব্যক্তির কোনও নাম উল্লেখ করেননি রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তবে তাঁর দাবি, ওই প্রভাবশালী ব্যক্তি রাজ্য প্রশাসনের অন্যতম নিয়ন্ত্রক। শুভেন্দুর এহেন ধোঁয়াশা ভরা সাংবাদিক বৈঠকের পর কড়া সুরে তাঁকে তোপ দেগেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

পাল্টা সাংবাদিক বৈঠকে শুভেন্দুকে রীতিমতো আক্রমণ শানিয়ে কুণাল বলেন, “অভিষেক ফবিয়ায় ভুগছে। তবে অভিষেকের নাম নেওয়ার সাহস পাচ্ছে না। অদ্যান্ত মিথ্যাচারী দুর্নীতিতে ডোবা চোর, ব্ল্যাকমেলার, তোলাবাজ ঘুষখোর, সিবিআই এফআইআর নেম, সারদাকাণ্ডে সুদীপ্ত সেনের বয়ানে ব্ল্যাকমেলার, তোলাবাজ, ডাকাত। ব্যক্তিগত হতাশা রাজনীতি থেকে কথা বলছেন। তদন্তের জন্য কোর্ট আছে তাহলে এটা কেমন তদন্ত যেখানে বিরোধী দলনেতাকে বিধানসভায় বসে সাংবাদিক বৈঠক করতে হচ্ছে। ইঙ্গিতে কারো দিকে অভিযোগের আঙ্গুল তোলা হচ্ছে। দম থাকলে নাম বলুক। শুভেন্দু চোর, তোলাবাজ, দলবদলু, মিথ্যেবাদী। আমি বললাম শুভেন্দু আমার নামে মামলা করুক। যদি তথ্য প্রমাণ থাকে তাহলে তদন্তকারী সংস্থা চার্জশিট দিক। ব্যক্তি আক্রোশ মেটাতে ইঙ্গিতে কারো বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হচ্ছে। ও আসলে পাগল।”

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version