Sunday, August 24, 2025

রাজনৈতিক মহলে বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল। অবশেষে বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে (Asansol Correctional Home) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)ইডি গ্রেফতার করতেই তাঁর দিল্লি (Delhi)যাওয়া কার্যত নিশ্চিত হয়ে যায়। এরপর শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালতে (Rouse Avenue Court) অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন জানায় ইডি (ED)। এই আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার। ওয়ারেন্ট জারি হলেই অনুব্রতকে আসানসোল থেকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি।

সায়গল হোসেনকে (Saigal Hossain) আগেই দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি দফায় দফায় সুকন্যা সহ অনুব্রত ঘনিষ্ঠদের দিল্লিতে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। এরপর থেকেই রাজনৈতিক মহলের একাংশের অনুমান ছিল খুব তাড়াতাড়ি এবার অনুব্রতকেও রাজধানীতে নিয়ে যাওয়া হতে পারে। সেই আশঙ্কাই সত্যি হল। সূত্রের খবর অনুব্রতকে এবার তাঁর প্রাক্তন দেহরক্ষীর মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। ইতিমধ্যেই অনুব্রতর এক সময়ের ছায়াসঙ্গী সায়গলের জেলের মেয়াদ বাড়ানো হয়েছে। শুক্রবার ছিল সায়গল মামলার শুনানি। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত নির্দেশ দেয় আরও ১৪ দিন জেল হেফাজতে থাকতে হবে সেহেগলকে। এর ফলে ১ ডিসেম্বর পর্যন্ত তাঁর জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় আদালত। অন্যদিকে এই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় ইডি এবং সেটা দিল্লিতে। একইসঙ্গে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির (Manish Kothari)সামনে বসিয়েও জেরা করা হতে পারে অনুব্রতকে বলে মনে করা হচ্ছে। এই মামলার শুনানি আগামী মঙ্গলবার।

 

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version