Sunday, May 4, 2025

শীত বাড়লেই ডেঙ্গি কমবে বলে দাবি ফিরহাদের, হকার ইস্যুতে পুলিশ কমিশনারকে চিঠি মেয়রের

Date:

আজ, ১৯ নভেম্বর, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) ১০৫ তম জন্মবার্ষিকী (Birthday)। সেই উপলক্ষে এদিন বিড়লা তারামণ্ডল (Birla Planetarium) সংলগ্ন উদ্যানে ইন্দিরা গান্ধী মূর্তি মাল্যদান করেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতিচারণার পাশাপাশি এদিন সংবাদ মাধ্যমের সামনে একাধিক ইস্যুতে প্রতিক্রিয়া দেন ফিরহাদ হাকিম।

ডেঙ্গি পরিস্থিতি:

আগে যা অবস্থা ছিল তার থেকে এখন অনেক ভালো হয়েছে। আশা করবো আরও কয়েকদিন মধ্যে তাপমাত্রা অনেকটাই কমবে। পরিস্থিতির উন্নতি হবে। শীত পড়ার সঙ্গে সঙ্গে আর ডেঙ্গির (Dengue) মশা আর জন্ম নেবে না।

গোষ্ঠীদ্বন্দ্ব:

দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব। এসব একশ্রেণির মিডিয়ার তৈরি। তবে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে। এ প্রসঙ্গে বলছেন, তার সঙ্গে রাজনীতির বা তৃণমূলের কোনও যোগাযোগ নেই। এটা গ্রাম্য বিবাদ। গ্রামে নিজেদের বিবাদ। বর্ডার পার করে দুষ্কৃতীরা আসে। গণ্ডগোল পাকিয়ে চলে যায়। কোথাও কিছু ঘটলে পুলিশ প্রশাসন কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হকার নিয়ে পুলিশ কমিশনারকে চিঠি মেয়রের:

বিষয়টি নিয়ে আমি আগেই বিস্তারিত বলেছি। পুলিশকে আমি কিছু জায়গা দেখে নেওয়ার জন্য অনুরোধ করেছি। প্লাস্টিকের ব্যবহার কমাতে বলেছি। যত্রতত্র হকাররা যাতে না বসতে পারে তা দেখার জন্য বলেছি। এই সমস্যা দূর করতে আমি হকারদের সঙ্গে বৈঠক করব। পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে হকারদের নিয়ন্ত্রণ করতে বলেছি।

সোনারপুরে শুট আউট:

বিষয়টা পুলিশ দেখবে। এটা উত্তরপ্রদেশ নয়, মালেগাও নয় যে বোম ফাটলে কোনও বিচার হবে না। এখানে আইনের শাসন আছে। আমাদের বিচার ব্যবস্থা আছে। অপরাধীদের গ্রেফতার করে কোর্টে তোলা হবে। আদালত শাস্তি দেবে।

কোন্নগরের স্কুলে দুয়ারে সরকার:

একটা স্কুলের জায়গায় যদি ছুটির দিন দুয়ারে সরকার করা হয় তাহলে সাধারণ মানুষের সুবিধা হবে। এসএফআইয়ের এত সমস্যা কেন? আসলে ওরা তো কিছু করতে পারেনি, আমরা করতে পেরেছি। ওরা ভোট পাবে পাবে না আর আমরা ভোট পেয়ে যাচ্ছি।

জেলায় জেলায় বোমাবাজি, বোমা উদ্ধার

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ তৎপর, সক্রিয়। পুলিশ নিয়মিত তল্লাশি চালাচ্ছে বলেই তো বোমা উদ্ধার হচ্ছে। এনআইএ (NIA) এখানে এসে তল্লাশি করে বোমা উদ্ধার করছে না, রাজ্য পুলিশ উদ্ধার করছে। বারে বারে মুখ্যমন্ত্রী বলেছেন চিরুনি তল্লাশি করতে। বর্ডারের ওপার থেকে অস্ত্র আসছে। পুলিশ নিয়মিতভাবে তল্লাশি করে অস্ত্র উদ্ধার করছে। এ রাজ্যে একটা বিরোধীদল এসেছে, যারা সন্ত্রাসে বিশ্বাসী। দিল্লি থেকে গুজরাত, সর্বত্র সন্ত্রাস করছে। বর্ডার ক্রস করে তারা দুষ্কৃতিদের নিয়ে আসছে এই রাজ্যেও সন্ত্রাস করতে।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version