Wednesday, November 5, 2025

Delhi: ফের মুখোমুখি মোদি – মমতা, আগামী ৫ ডিসেম্বর সাক্ষাতের সম্ভাবনা !

Date:

ফের মুখোমুখি বসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৫ ডিসেম্বর মোদি-মমতার মুখোমুখি বসার সম্ভাবনা রয়েছে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর। ঐ দিন দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের (CM) সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)। নবান্ন সূত্রে জানা যাচ্ছে এই বৈঠকের পরই হয়তো আলাদা করে কথা বলতে পারেন মোদি – মমতা (Modi – Mamata)।

বকেয়া টাকার জন্য ইতিমধ্যেই কেন্দ্র রাজ্য সংঘাত প্রকাশ্যে এসেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রকে অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এর আগেও একই আর্জি জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু দিল্লির তরফ থেকে সেই নিয়ে কোনও সদর্থক পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ। এই পরিস্থিতিতে এবার দিল্লি (Delhi) থেকে মুখ্যমন্ত্রীকে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হল। এবার জি-২০’র (G 20)সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। তার জন্য নানা কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী সে বিষয়ে সবিস্তারে আলোচনার জন‌্য সমস্ত রাজ্যের মুখ‌্যমন্ত্রীদের আগামী ৫ ডিসেম্বর বৈঠকে ডেকেছেন বলে মনে করা হচ্ছে। যদিও রাজ্যের দাবী দাওয়া নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন সেটা কার্যত স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি এই সাক্ষাতে গঙ্গা ভাঙন নিয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে চিঠি লিখেছেন তিনি।

 

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version