Sunday, November 2, 2025

স্টেডিয়ামে বিয়ার বন্ধ করার কথা জারি করে কাতার সরকার, বিশেষ মন্তব্য ফিফা সভাপতির

Date:

হাতে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই শুরু ২০২২ কাতার বিশ্বকাপ। তার আগে বিস্ফোরক ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শেষ মুহূর্তে কাতারের রাজপরিবার স্টেডিয়ামে অ‍্যালকাহল বন্ধ করার কথা জারি করেন। আর শনিবার কাতার সরকারের নির্দেশে শেষ মুহূর্তে স্টেডিয়ামে অ‍্যালকাহল বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। আর এই সিদ্ধান্তে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ। আর এতেই ক্ষুব্ধ ফিফা সভাপতি। এই সমস‍্যাকে গুরুত্ব দিতে নারাজ ইনফান্তিনো। বরং তিনি বলেন, এই সিদ্ধান্ত বিশ্বকাপের প্রধান সমস্যা হতে পারে না।

রবিবার বিশ্বকাপ শুরুর আগের দিন শনিবার দোহায় সাংবাদিক বৈঠক করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে তিনি বলেন,” যদি এটাই তাঁদের সবচেয়ে বড় সমস্যা হয়, তা হলে অ‍্যালকাহল পাকাপাকি ভাবে বন্ধের চুক্তিতে সই করেই দেওয়া হবে। স্টেডিয়ামে অ‍্যালকাহল বিক্রি করা সম্ভব কিনা, তা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করেছি। তা সত্ত্বেও বলব, তিন ঘণ্টা বিয়ার না খেলেও সবাই বেঁচে থাকবেন। এই কারণেই হয়তো ফ্রান্স, স্পেন, স্কটল্যান্ডে স্টেডিয়ামে মদ বিক্রি করা নিষিদ্ধ। হয়তো ওরা আমাদের থেকে বেশি বুদ্ধিমান। তাই জন্যেই এই কাজ করেছে।”

স্টেডিয়ামে বিয়ার বিক্রির অনুরোধে প্রথমে কাতার সরকার রাজি হলেও শুক্রবার হঠাৎই তারা ঘুরে দাঁড়ায়। ফিফাও বিবৃতি জারি করে সিদ্ধান্ত বদলানোর কথা জানায়। এই সিদ্ধান্তে শুধু সমর্থকরাই নন, ক্ষুব্ধ বিয়ার উৎপাদনকারী সংস্থাও। বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা করছে তারা। শোনা যাচ্ছে, ফিফার সঙ্গে চুক্তি বাতিলও করতে পারে।

এতদিন পর্যন্ত ঠিক ছিল স্টেডিয়াম এবং ফ্যান-জোনে বিয়ারের অস্থায়ী দোকানগুলি থেকে খেলার শুরুর আগের এবং পরের ৩০ মিনিট বিয়ার বিক্রি করা হবে। স্টেডিয়াম চত্বরের নির্দিষ্ট জায়গায় বিয়ার পান করে গ্যালারিতে প্রবেশ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

আরও পড়ুন:কাতার পৌঁছাল পর্তুগাল, সমর্থকদের সঙ্গে সেলফি রোনাল্ডোর

 

Related articles

SIR আবহে প্রকাশিত ‘আমি কী নাগরিক?’, বিজেপির পর্দাফাঁস ব্রাত্যর

রাজ্যের শিক্ষামন্ত্রী ও বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসুর (Bratya Basu) হাতে রবিবার প্রকাশিত হলো নাগরিকত্ব, দেশভাগ ও সাংবিধানিক অধিকার...

বেঙ্গালুরুতে সিগন্যাল ভেঙে ছুটল অ্যাম্বুল্যান্স, মৃত ২

বেঙ্গালুরুর (Bengaluru) রাস্তায় সিগন্যাল ভেঙে ছুটল একটি অ্যাম্বুল্যান্স। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল ২ জনের। সামনে দাঁড়িয়ে...

SIR-এর ছদ্মবেশে NRC! বৈধ ভোটারের ভোটাধিকার কাড়ার বিরুদ্ধে গর্জে উঠে গণমঞ্চ

রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই টানা আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ দেশ বাঁচাও গণমঞ্চের। সেখানেই কেন্দ্রের সরকারের এসআইআর (SIR)...

ক্রিকেটের একটি ফর্ম্যাট থেকে অবসর, কোন দুই ফর্ম্যাটে খেলবেন উইলিয়ামসন?

গত বছরই  টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করে ছিলেন বিরাট কোহলি, এবার  করলেন তাঁর বন্ধু কেন উইলিয়ামসন(Kane Williamson...
Exit mobile version