গুজরাটের সোমনাথ মন্দিরে (Somnath Temple) পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। রবিবার সকাল ১০টা নাগাদ মন্দিরে গিয়ে নিয়ম রীতি মেনে পুজো সারেন প্রধানমন্ত্রী। এরপর গোটা মন্দির চত্বর ঘুরে দেখেন নমো। আগামী মাসের শুরুতেই গুজরাট বিধানসভা নির্বাচন (Gujrat Assembly Election)। আর সেই নির্বাচনকেই পাখির চোখ করে নিজের রাজ্যে ভোটের প্রচারে (Campaign) গিয়েছেন তিনি। রবিবার সফরের দ্বিতীয় দিন।

রবিবার বিখ্যাত সোমনাথ মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন প্রধানমন্ত্রী। বিজেপি (BJP) সূত্রে খবর, এদিন বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে রাজকোটের ধোরাজিতে যাবেন মোদি। তারপর আমরেলি এবং বোটাদে বিজেপির জনসভায় যোগ দেবেন তিনি। ছবিতে দেখা যায় সাদা পাঞ্জাবি-পাজামা ও হালকা সোনালি রঙের জহর কোট পরে মন্দিরে প্রবেশ করছেন প্রধানমন্ত্রী মোদি। এদিন মন্দিরে প্রবেশের আগে প্রথমেই তিনি উপস্থিত জনতার দিকে হাত নাড়ান। পরে মন্দিরের ভিতরে প্রবেশ করেন। শিবলিঙ্গে ফুল-মালা, দুধ ও জল ঢেলে যাবতীয় উপাচার পালন করেন।
Prayed at the Somnath Temple this morning. Har Har Mahadev! pic.twitter.com/tNajagVQl8
— Narendra Modi (@narendramodi) November 20, 2022
এদিকে শনিবার সন্ধ্যায় দক্ষিণ গুজরাটের ভালসাদে একটি সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি জানান, যারা গুজরাটকে অপমান করেছেন তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং গুজরাট থেকে উৎখাত করতে হবে। ১৮২ সদস্যের গুজরাট বিধানসভার জন্য ১ ও ৫ ডিসেম্বর দু’ দফায় নির্বাচন হতে চলেছে। ৮ ডিসেম্বর জানা যাবে ফলাফল (Result)।
