Saturday, May 3, 2025

আন্তর্জাতিক শিশু অধিকার দিবস (International Child Rights Day) উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal)তরফ থেকে ২০ নভেম্বর ২০২২, রবিবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সল্টলেকের এফ ডি ব্লকে (FD Block)আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপারসন সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতর ও শিল্প বাণিজ্য দফতরের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)। রাজ্য সরকার যেভাবে শিশু শ্রম (Child Labour)আটকানোর জন্য একাধিক পদক্ষেপ করেছে, সেই বিষয়টি উল্লেখ করেন তিনি। রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty) এদিন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) স্কুলছুট শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে একাধিক উদ্যোগ নিয়েছেন। এদিনের অনুষ্ঠানের ৪ টি ক্যাটাগরির জন্য পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের (Bidhannagar Municipal Corporation) মেয়র কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার অর্পিতা ঘোষ (Arpita Ghosh) শিশু অধিকারের জন্য প্রতি মুহূর্তে লড়াই করে চলেছেন এইরকম ৬ জন অফিসারকে এদিন শিশুবান্ধব পুলিশ পুরস্কার প্রদান করা হয়। ২৫ জন শিশুকে নিজেদের অধিকারের কথা সমাজের সামনে তুলে ধরার জন্য ‘ বীরাঙ্গনা’ এবং ‘ বীরপুরুষ’ সম্মান দেওয়া হয়। পাশাপাশি ২টি চাইল্ড হোমকেও শিশু অধিকার রক্ষায় তাঁদের অবদানের জন্য পুরস্কৃত করা হয়। বেশ কয়েকজন সাংবাদিককে শিশুশ্রী অ্যাওয়ার্ড (Shishushree Award) দেওয়া হয়। এই বছর নেপালি এবং হিন্দি ভাষীদের জন্য এই পুরস্কার চালু হল।

 

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version