Thursday, November 13, 2025

আজ শুরু বিশ্বকাপ, প্রথম ম‍্যাচে মুখোমুখি কাতার-ইকুয়েডর

Date:

আজ রবিবার। শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। প্রথম ম‍্যাচে আয়োজক দেশ কাতারের মুখোমুখি ইকুয়েডর। উৎসবের আমেজ বিশ্ব জুড়ে। অপেক্ষার অবসান। রবিবাসরীয় সন্ধ্যায় বিশ্বকাপের বোধন। ফুটবলের গ্রেটেস্ট শো অন আর্থ। আগামী একমাস মাঠ মাতাবেন বিশ্ব ফুটবলের সেরা তারকারা। প্রথমদিন আয়োজক কাতার মুখোমুখি লাতিন আমেরিকার জায়ান্ট ইকুয়েডরের। দোহা থেকে ৪০ কিলোমিটার দূরে আল বায়েত স্টেডিয়ামে ভারতীয় সময় রাত সাড়ে ন’টায় ম্যাচ। তার দু’ঘণ্টা আগে সেখানেই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। অংশগ্রহণ করবেন বিশ্বের খ্যাতনামা শিল্পীরা।

ম্যাচ শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানেই স্টেডিয়াম কানায় কানায় ভর্তি থাকার সম্ভাবনা। অন্তত ৬০ হাজার দর্শক উপস্থিত থাকতে পারেন। কলম্বিয়ান পপস্টার শাকিরা বিশ্বকাপ বয়কট করায় উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণ কিছুটা কমেছে। কিন্তু যাঁরা পারফর্ম করবেন, তাঁরাও মঞ্চ মাতাতে তৈরি।

প্রথমবার মধ্য প্রাচ্যে বিশ্বকাপের আসর। কিন্তু কাতারে টুর্নামেন্ট আয়োজন নিয়ে বিতর্ক চলছেই। কেন মানবাধিকার লঙ্ঘন করা কাতারের মতো একটা ছোট দেশকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিয়েই বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে, কাঠগড়ায় তোলা হচ্ছে ফিফাকে। উদ্বোধনী ম্যাচের আগে আবার নতুন বিতর্ক সামনে এসেছে। প্রথম ম্যাচে আয়োজক কাতারকে নাকি গড়াপেটা করে ম্যাচ ছেড়ে দেবে ইকুয়েডর। এমন খবরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। ফিফা বা বিশ্বকাপের আয়োজকদের তরফে চাঞ্চল্যকর এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে শনিবার জানা গিয়েছে, ফিফা উদ্বোধনী ম্যাচের স্বচ্ছতা ইস্যুতে সতর্কবার্তা জারি করেছে। বিশ্বকাপের আগে কাতারকে বাড়তি ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া হয়, এমনও গুরুতর অভিযোগ ফিফার বিরুদ্ধে। এমনকী ক্লোজড-ডোর ওয়ার্ম আপ ম্যাচে নাকি কাতারকে বাড়তি সুবিধাও পাইয়ে দেওয়া হয়েছে। উদ্বোধনী ম্যাচের দুই দলের তরফেও অভিযোগকে পাত্তা দেওয়া হচ্ছে না। কাতারের স্প্যানিশ কোচ ফেলিক্স সাঞ্চেজ জানিয়েছেন, তাঁরা মাঠের বাইরের বিষয়ে মাথা ঘামাচ্ছেন না। প্রথমবার বিশ্বকাপ খেলার স্বপ্নে বুঁদ কাতার শিবির। ইকুয়েডরকে হারিয়ে অঘটন ঘটানোর আশায় বিশ্বকাপের আয়োজক দেশ। ইকুয়েডরের কোচ গুস্তাভো আলফারো দলের সাম্প্রতিক খারাপ ফর্ম নিয়ে চিন্তিত নন। বরং বিশ্বকাপে চমক দিতে তৈরি।

এদিকে, বিশ্বকাপে না থেকেও থাকছে ইতালি। উদ্বোধনী ম্যাচ বাঁশি মুখে পরিচালনা করবেন ইতালীয় রেফারি ড্যানিয়েল অরসাতো। বিতর্কের আবহেই ফুটবলের রাজসূয় যজ্ঞে বল গড়ানোর অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

আরও পড়ুন:প্রয়াত বাবু মানি, শোকের ছায়া ভারতীয় ফুটবলমহলে

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version