Wednesday, August 27, 2025

হাসপাতালে রেফার রোগ সারাতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্যসাথীর অপব্যবহারে ক্ষোভ প্রকাশ

Date:

রাজ্যে সরকারি হাসপাতালে বাড়ছে রেফারের অভিযোগ। এমনকী, সম্প্রতি প্রসূতি মৃ*ত্যুর ঘটনাও ঘটেছে। কোনও খরবই চোখ এড়ায়নি রাজ্যের প্রশাসনিক প্রধানের। সেটা সোমবার, নবান্নে (Nabanna) স্বাস্থ্য পর্যালোচনা বৈঠকে স্পষ্ট বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে রেফার রুখতে দেন কড়া বার্তা। যদি রেফারের জন্য কোনও অন্তঃসত্ত্বার মৃ*ত্যু হয় সেক্ষেত্রে যে চিকিৎসক রেফার করেছিলেন তাঁকে দায়িত্ব নিতে হবে-স্পষ্ট জানন মমতা। এদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও একাধিক নির্দেশ দেন মমতা।

এ দিন বৈঠকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, “জেলাগুলিকে বলছি দয়া করে রেফারেল কেস কমান। গর্ভবতী মাকেও আপনারা ক্রিটিক্যাল কেস বলে রেফার করে দিচ্ছেন। দীর্ঘ কয়েক ঘণ্টা যাত্রা করে তিনি যখন কলকাতায় এসে পৌঁছছেন তখন অপারেশনের আগেই মারা যাচ্ছেন। এই ধরনের জন্য যে রেফার করছেন তাঁকে দায়িত্ব নিতে হবে। কেন গর্ভবতী মহিলাদের এভাবে রেফার করা হবে? আগে বাড়িতেই সন্তান জন্ম নিত। এখন যদি ৯৯ শতাংশ ইনস্টিটিউশনাল ডেলিভারি হয় সেক্ষেত্রে কেন রেফারের বিষয়টি থাকবে!” চরম ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

রেফারের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মমতা। পরিস্থিতি সরেজমিনে দেখতে সারপ্রাইজ ভিজিটের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি পরামর্শ দেন, গর্ভবতী মহিলার ডেলিভারির সময় যদি সমস্যা হয়, সেক্ষেত্রে জেলা হাসপাতালের সুপারের সঙ্গে চিকিৎসক যোগাযোগ করতে পারেন। ভিডিও কলের মাধ্যমে সাহায্য অন্যান্য স্ত্রী রোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন বলে জানান মমতা। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ”সবকিছু আমাকে বলে দিতে হবে? নিজের কাজ নিজেকে বুঝে নিতে হবে। কোনও লবিবাজি চলবে না।”

স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার নিয়েও সরব মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসাথী কার্ড ফেরানো নিয়ে আগেও বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক করেছিলেন তিনি। স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিলের কথাও বলেছিলেন। এদিনও ফের সেকথা বলেন মমতা। এই সব সমস্যার সমাধানে প্রতি মাসে মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে জেলাশাসকদের বৈঠকে বসার নির্দেশ দেন তিনি। যারা কার্ডের অপব্যবহার করছেন তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলে মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, এনআরএস ও এসএসকেএম হাসপাতালে শিশুদের হার্টের অপারেশন চালুর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বেশকিছু এলাকায় স্বাস্থ্য পরিকাঠামোর কাজ বাকি রয়েছে। সেই কাজ সম্পন্ন করতে সাংসদ তহবিলের টাকা ব্যবহারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে অবিলম্বে নিয়োগের কথাও বলেন তিনি।

Related articles

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...
Exit mobile version