Saturday, November 8, 2025

প্রতিদ্বন্দ্বিতা করল না তৃণমূল! নির্দল কাউন্সিলরদের সমর্থনে ঝালদা পুরসভা দখল কংগ্রেসের

Date:

কংগ্রেসের (Congress) দখলে গেল ঝালদা পুরসভা (Jhalda Municipality)। পুরুলিয়ার এই একটি মাত্র পুরসভাই রইল কংগ্রেসের দখলে। দুই নির্দল প্রার্থীর সমর্থন নিয়ে আস্থা ভোটে (Trust Vote) জয়ী হল হাত শিবির। তবে তৃণমূলের ৫ কাউন্সিলরই এদিনের আস্থা ভোটে হাজির ছিলেন না। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশমতো সোমবার আস্থা ভোট হয়। এদিন পুরসভা দখলের পর ঝালদা শহরে বিজয় মিছিল করে কংগ্রেস। প্রয়াত প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর নামেও স্লোগান দেওয়া হয়।

ঝালদা পুরসভায় মোট ১২টি ওয়ার্ড রয়েছে। সেই ১২টি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ছিল তৃণমূলের (TMC) দখলে। পাঁচটি ছিল কংগ্রেসের দখলে। দু’টি ওয়ার্ড নির্দল কাউন্সিলরদের হাতে ছিল। সোমবারের আস্থা ভোটে পাঁচ জন কংগ্রেস কাউন্সিলর এবং দু জন নির্দল কাউন্সিলর উপস্থিত ছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলরও আস্থা ভোটে অংশ (Contest) নেননি। ফলে ভোটাভুটিতে সাতটি ভোট পেয়ে আস্থা ভোটে জয়ী হয় কংগ্রেস। ফলাফল ৭-০। এদিন দুই নির্দল কাউন্সিলরই কংগ্রেসকে সমর্থন করেন।

এদিকে গত পুরভোটের খু*ন হন পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। ফলে তৃণমূলের ছয় কাউন্সিলর ও তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নির্দলের সোমনাথ কর্মকার শাসকদলকে সমর্থন করলে তৃণমূল ঝালদা পুরসভায় পুরবোর্ড গঠন করে। তবে পরে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খু*নের পর ওই ওয়ার্ডের উপনির্বাচনে তাঁর ভাইপো কংগ্রেসের মিঠুন কান্দু জয়লাভ করেন।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ঝালদায় তৃণমূল পুরপ্রধান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসে। ওই অনাস্থার পর তলবি সভা ডাকা নিয়ে নানা টানাপোড়েন চলে। কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের করেছিলেন পুরপ্রধান সুরেশ আগরওয়াল ও উপ-পুরপ্রধান সুদীপ কর্মকার। ১২ আসনের পুরসভার পাঁচ কংগ্রেস কাউন্সিলর এবং এক জন নির্দল কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছিলেন। ঠিক তার পরেই তৃণমূল ছাড়েন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। যিনি নির্দল প্রার্থী হিসাবে জিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁর দলত্যাগেই বদলে যায় সমীকরণ। ১২ আসনের পুরসভায় বিরোধী কাউন্সিলরের সংখ্যা বেড়ে হয় ৭।

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version