Sunday, August 24, 2025

জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল ইংল‍্যান্ড। সোমবার ইরানকে ৬-২ গোলে হারাল হ‍্যারি কেনের দল। ইংরেজদের হয়ে জোড়া গোল সাকার। একটি করে গোল বেলিংহ‍‍্যাম, স্টার্লিং, রাশফোর্ড এবং গ্রিলিশ-এর।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণ চালায় সাউথগেটের দল। ম্যাচ শুরু হতেই চোট পেয়ে বেরিয়ে যান ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্ড। তারপরেই ইরানের বক্সে ঢুকে একের পর এক আক্রমণ চালায় হ্যারি কেনের দল। যার ফলে ম‍্যাচের ৩৫ মিনিটে প্রথম গোল পেয়ে যায় ইংল‍্যান্ড। ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন জুড বেলিংহ্যাম। বাঁক খাওয়ানো অসাধারণ শটে গোল করেন তিনি। এরপর ৪৩ মিনিটে গোল করে ইংল‍্যান্ডকে ২-০ এগিয়ে দেন সাকা। ম্যাগুয়েরের বাড়ানো পাস ধরে বেশ দূর থেকেই শট নিয়েছিলেন সাকা। গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন তিনি। এর দু’মিনিটের মাথায় ফের গোলের মুখ দেখে সাউথগেটের দল। কেনের ক্রস ধরে গোল করেন রহিম স্টার্লিং। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধেই ফলাফল থাকে ৩-০।

দ্বিতীয়ার্ধেও চলে ইংল‍্যান্ডের আক্রমনাত্মক লড়াই। যার ফলে ম‍্যাচের ৬২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ইংল‍্যান্ডকে ৪-০ এগিয়ে দেন সেই সাকা। এরপরই পাল্টা আক্রমন চালায় ইরান। যার ফলে ম‍্যাচের ৬৫ মিনিটে গোল করে ব্যবধান কমান ইরানের তারেমি। এরপর ৭০ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন সাউথগেট। ম‍্যাচে নামান রাশফোর্ড, গ্রিলিশ এবং ফডেনকে। ম‍্যাচে নামতেই নামার এক মিনিটের মধ্যেই গোল করেন র‍াশফোর্ড। আর ম‍্যাচের ৮৯ মিনিটে কার্যত ফাঁকা মাঠে গোল করেন গ্রিলিশ। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি পায় ইরান। ইরানের হয়ে পেনাল্টি থেকে গোল করেন সেই তারেমি।

আরও পড়ুন:বিশ্বকাপের মঞ্চে প্রতিবাদ, জাতীয় সংগীত গাইলেন না ইরান ফুটবলাররা

 

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version