Monday, November 3, 2025

বিজয় হাজারে ট্রফিতে ইতিহাস গড়লেন নারায়ণ জগদীশন, বড় ব্যবধানে জয় তামিলনাড়ুর

Date:

বিজয় হাজারে ট্রফিতে ইতিহাস গড়ল তামিলনাড়ু। রবিবার অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড গড়ে তামিলনাড়ু। ৫০ ওভারের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ, সবথেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস, সর্বোচ্চ দলগত সংগ্রহ, সব থেকে বড় ব্যবধানে জয় সবই আসে তামিলনাড়ুর দখলে।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে শুরুতে ব্যাট করে ২ উইকেটের হারিয়ে ৫০৬ রানের বিশাল ইনিংস গড়ে তামিলনাড়ু। বিশ্বের প্রথম দল হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে ৫০০ রানের গণ্ডি টপকায় তারা। সেই নিরিখে ইংল্যান্ডের জাতীয় দলকে টপকে দুর্দান্ত এক বিশ্বরেকর্ড গড়ে তামিলনাড়ু। ২০২২ সালেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ইংল্যান্ড ৬ উইকেটে ৪৯৮ রান সংগ্রহ করেছিল। তামিলনাড়ুর হয়ে দুরন্ত ইনিংস খেলেন নারায়ণ জগদীশন। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১৪১ বলে ২৭৭ রান করে বিশ্বরেকর্ড করেন তামিলনাড়ুর এই ব্যাটার। এক্ষেত্রে বিশ্বের যাবতীয় এক দিনের ম্যাচে ঘরোয়া এবং আন্তর্জাতিক এক ইনিংসে এত রান আর কোন ক্রিকেটারের নেই। তামিলনাড়ুর হয়ে ১৫৪ রান করেন শাই সুর্দশন।

জবাবে ব্যাট করতে নামে মাত্র ৭১ রানে গুটিয়ে যায় অরুণাচল প্রদেশের ইনিংস। ২৮.৪ ওভারে মাত্র ৭১ রানে অল-আউট করে দেয় তামিলনাড়ু। সুতরাং ৪৩৫ রানের বিরাট ব্যাবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে তারা। জয়ের ব্যবধানের নিরিখেও এটি বিশ্বরেকর্ড। ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বের কোনও দল আগে কখনও এত বড় ব্যবধানে ম্যাচ জেতেনি।

আরও পড়ুন:দুরন্ত ইনিংস সুদীপ-অভিমূন‍্যর, সার্ভিসেসকে ৪৭ রানে হারাল বঙ্গ ব্রিগেড

 

Related articles

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...
Exit mobile version