Thursday, May 8, 2025

আদিবাসী ভাবাবেগে আঘাত করেছেন শুভেন্দু, বিধানসভায় সরব বীরবাহ হাঁসদা, জ্যোৎস্না মান্ডিরা

Date:

Share post:

সম্প্রতি নাম না করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। তবে তাঁর এই মন্তব্যের নিন্দা করে প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মুখ্যমন্ত্রী নয়, তৃণমূলের তরফেও দলের নেতারা রাষ্ট্রপতি সম্পর্কে বেফাঁস মন্তব্যের নিন্দা করা ক্ষমাপ্রার্থনা করা হয়। অখিলবাবু নিজেও এই ঘটনায় অনুতপ্ত। তিনিও রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনা করেন। তবে প্রধান বিরোধী দল ইস্যুটাকে জিইয়ে রাখতে এবং তা নিয়ে দলিত-আদিবাসীদের নিয়ে রাজনীতি করতে চাইছে।

রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে অখিল গিরিকে মন্ত্রিত্বের পদ থেকে সরানোর দাবি তুলেছে বিজেপি। তবে চুপ করে বসে নেই শাসক শিবিরও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাল্টা পদ থেকে অপসারণের দাবিতে সরব হয়েছে তৃণমূলের আদিবাসী সমাজের মন্ত্রী, বিধায়ক,তথা প্রতিনিধিরা। আদিবাসী সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন শুভেন্দু, এই অভিযোগ তুলে তাঁকে বিরোধী দলনেতার পদ থেকে সরানোর দাবি তুললেন রাজ্যের বন দফতরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা এবং খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি।

এই, সোমবার বিধানসভার অধিবেশন শুরু হতেই অখিলের মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হন বিজেপি বিধায়কেরা। বিধানসভায় মুলতুবি প্রস্তাবও জমা দেয় বিজেপির পরিষদীয় দল। তবে বিষয়টি বিচারাধীন বলে কারা প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) অখিলের অপসারণের দাবিতে আনা মুলতুবি প্রস্তাব বাতিল করে দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

পাল্টা শুভেন্দুকে বিরোধী দলনেতার পদ থেকে সরানোর দাবিতে সরব হন বিরবাহা এবং জ্যোৎস্না। তাঁদের অভিযোগ, একজন আদিবাসী মহিলা সম্পর্কে শুভেন্দু যে মন্তব্য করেছেন, তাতে ওই সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লেগেছে। তাঁকেও বিরোধী দলনেতার পদ থেকে সরানো হোক। পাশাপাশিই, তৃণমূলের পরিষদীয় দলের কাছে বিরোধী দলনেতার “কুমন্তব্য”-এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার আর্জিও জানিয়েছেন তাঁরা।

spot_img

Related articles

বি প্রাকের গানে সেনাহবাহিনীকে সম্মান বিসিসিআইয়ের

অপারেশন সিন্দুর(Operation Sindoor)। পাকিস্তানের মাটিতে ৯ জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence System)। সেনাবাহিনীর এমন সাফল্যে উচ্ছ্বসিত...

পরীক্ষা বাতিল নিয়ে ভুয়ো নোটিশ সোশ্যাল মিডিয়ায়! কড়া বিবৃতি UGC-র

অপারেশন সিন্দুরের পর একের পর এক গুজব রটানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল হয়েছে বলে...

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সরকারি কর্মীদের ছুটি বাতিলের নির্দেশিকা জারি

দেশের হয়ে লড়াই করার সময়। সব নাগরিক দায়িত্ব পালন করবেন। ভিজিল্যান্স থাকবে। সবাইকে সতর্ক করা হয়েছে। সরকারি কর্মীদের...

ব্রিটেন পার্লামেন্টে ইসলামাবাদকে তুলোধোনা, ভারতের পাশে ব্রিটিশ সাংসদ প্রীতি প্যাটেল

পহেলগাম হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনীর 'অপারেশন সিন্দুর' (Operation Sindoor) নিয়ে যখন রাষ্ট্রসঙ্ঘের ভুয়ো তথ্য দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান,...