Wednesday, August 27, 2025

অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করছে ফ্রান্স, এমবাপে-জিরুঁ জুটিতে আস্থা রাখছেন দেশঁ

Date:

মঙ্গলবার অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করছে বিশ্বজয়ী ফ্রান্স। তবে প্রথম ম্যাচের আগে মোটেই স্বস্তিতে নেই গতবারের চ্যাম্পিয়নরা। একের পর এক চোট-আঘাতে জর্জরিত ফরাসি শিবির। পল পোগবা ও প্রেসনেল কিমপেম্বে আগেই ছিটকে গিয়েছিলেন চোটের কারণে। এই তালিকার নবতম সংযোজন করিম বেঞ্জিমা। দলের এক নম্বর স্ট্রাইকারের পরিবর্ত হিসেবে কোনও নতুন ফুটবলার নেবেন না, আগেই জানিয়ে রেখেছেন দেশঁ। ১৯৯৮ সালে দেশেঁর নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। চার বছর আগে রাশিয়ায় কোচ হিসেবেও দেশকে বিশ্বসেরা করেছেন তিনি।

চাপ সামলে কীভাবে সফল হতে হয়, সেটা ভাল করেই জানেন দেশঁ। তাই এই কঠিন পরিস্থিতিতেও দলকে চাঙ্গা করার কাজ চালিয়ে যাচ্ছেন ফরাসি কোচ। বেঞ্জেমা ছিটকে গেলেও, কিলিয়ান এমবাপে, অলিভার জিরুঁ, আতোঁয়া গ্রিজম্যানরা রয়েছেন। তাই ফ্রান্সের কোচ দেশঁ বলছেন, ‘‘বেঞ্জেমার না থাকাটা দুর্ভাগ্যজনক। ওর জন্য সত্যিই খুব খারাপ লাগছে। তবে এটা বিশ্বকাপ। আর আমরা খেতাব ধরে রাখার লক্ষ্য নিয়েই কাতারে এসেছি। যে কোনও ধরনের চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি। যারা দলে রয়েছে, তাদের উপর আমার আস্থা আছে। বিশ্বাস করি, এরাই দেশকে আরও একবার কাপ উপহার দিতে পারে।’’

ধারে ও ভারে অস্ট্রেলিয়া অনেকটা পিছিয়ে। যদিও প্রতিপক্ষ শিবির সম্পর্কে দেশঁর মুখে সমীহের সুর। তিনি বলছেন, ‘‘অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলছে। তাই ওদের হাল্কাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না। তাই জেতার জন্য আমাদের সেরা ফুটবলটাই খেলতে হবে। তবে তিন পয়েন্ট নিয়েই কাল মাঠ ছাড়তে চাই।’’

আরও পড়ুন:‘অনুরাগীদের এমন ভালোবাসায় আমি নিজেকে ভাগ‍্যবান মনে করি’: মেসি

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version