Monday, August 25, 2025

‘জানি এই হার সমর্থকদের ধাক্কা দিয়েছে’, সৌদি আরবের কাছে হেরে বললেন মেসি

Date:

মঙ্গলবার কাতার ২০২২ বিশ্বকাপের প্রথম ম‍্যাচ খেলতে নেমেছিল আর্জেন্তিনা। প্রথম ম‍্যাচেই ছন্দপতন নীল-সাদা দলের। সৌদি আরবের বিরুদ্ধে এক গোলে এগিয়ে থেকেও ২-১ গোলে হারে মেসির দল। এই হারের পর হতাশ আর্জেন্তাইন সমর্থকরা। তবে হতাশ নন লিওনেল মেসি। বরং এই হার থেকেই শিক্ষা নিয়ে পরবর্তী ম‍্যাচে নামার কথা বললেন আর্জেন্তাইন সুপারস্টার।

এদিন ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মেসি বলেন,”এটি সকলের জন্য বড় ধাক্কা, আমরা ভাবিনি এভাবে শুরু করব আমরা। তবে একটা কথা বলতে পারি, আমরা সমর্থকদের মিথ্যা বলে এখানে আসিনি। জানি এই হার সমর্থকদের কাছে বিরাট একটা ধাক্কা। আগেও অনেক ম্যাচ খেলেছি। আজও খুব একটা খারাপ খেলিনি। আশা করি এই হার থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের জিততে হবে এবং সেটি আমাদের উপরই নির্ভর করছে। আমাদের শূন্য থেকে শুরু করতে হবে, ভাবতে হবে কোথা থেকে আমরা আসছি। আমাদের ভাবতে হবে আগামী দিনে কি আসছে আমাদের দিকে।”

এদিন সাংবাদিক সম্মেলনে সৌদি আরবের প্রশংসা করেন মেসি। তিনি বলেন,”আমরা জানি সৌদি আরব খুব ভালো দল যেখানে খুব ভালো খেলোয়াড় রয়েছে। ওরা বল নিয়ে ভালো খেলতে পারে এবং ওরা লাইনটা অনেক পুশ করতে পারে। দ্বিতীয়ার্ধে মনে হয়েছে আমরা একটু তাড়াহুড়ো করে ফেলেছিলাম। প্রথম দিকে যেটা ঠিকঠাক ভাবে করছিলাম সেটা ধরে রাখতে পারিনি। ওদের খেলার জায়গা দিয়ে দিয়েছি। ওদের ফাঁদে পা দিয়ে ফেলেছি। বড্ড বেশি আক্রমণের দিকে নজর দিয়েছি। ওরা দ্বিতীয়ার্ধে ভালো খেলেছে। যাই হোক এখন তো ফলের পরিবর্তন করা যাবে না। যে লক্ষ্য নিয়ে বিশ্বকাপে খেলতে এসেছি, সেটা পূরণ করাই লক্ষ্য।”

এদিকে ম‍্যাচ শেষে এই হার নিয়ে আর্জেন্তাইন কোচ স্কালোনি বলেন,” আজ দুঃখের দিন। তবু দলের ছেলেদের বলেছি, মাথা উঁচু রাখতে। ম্যাচের আগে আমরাই এগিয়ে ছিলাম। ফুটবলে এরকম হতেই পারে। আজ যেগুলো ঠিক হয়নি, পরের ম্যাচে সেগুলো ঠিক করার লক্ষ্যেই নামব।”

আরও পড়ুন:বিশ্বকাপে প্রথম দশটি গোলের জন‍্য ১০ ধরনের নাচ অনুশীলন নেইমারদের

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version