Friday, August 22, 2025

বিশ্বকাপে প্রথম দশটি গোলের জন‍্য ১০ ধরনের নাচ অনুশীলন নেইমারদের

Date:

২৫ নভেম্বর বিশ্বকাপের অভিযান শুরু করতে চলছে ব্রাজিল। প্রতিপক্ষ সার্বিয়া। তার আগে জোর প্রস্তুতিতে তিতের দল। তবে প্রস্তুতির মধ‍্যে অনুশীলনে হাল্কা মেজাজে নেইমার, গ‍্যাব্রিয়েল জেসুস, ক‍্যাসেমিরোরা। বিশ্বকাপে গোলের পর  সেলিব্রেশনের জন‍্য নাচ অনুশীলন করে এসেছে সেলেকাওরা। তেমনই ইঙ্গিত পাওয়া গেল রাফিনহোর কথায়। বললেন প্রথম দশটি গোলের জন‍্য ১০ ধরনের নাচ অনুশীলন করে এসেছেন তারা।

এই নিয়ে অনুশীলনের মাঝে রাফিনহো বলেন,” সত্যি বলতে আমরা প্রথম ১০টি গোলের জন্য নাচ তৈরি করে এসেছি। একেকটি গোলের পর একেক রকমের নাচ দেখা যাবে। যদি ১০টির বেশি গোল করি তা হলে নাচ তৈরি করতে হবে।”

এদিকে নেই নেই করে কুড়িটা বছর! পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এতগুলো বছর ধরেই বিশ্বকাপ ট্রফিটা অধরা। প্রশ্ন উঠতে শুরু করেছে, সাম্বা ফুটবল কি তাহলে নিজেদের সোনালি দিন হারিয়ে ফেলেছে? হেক্সা চাই চাই হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ)। এই দাবির প্রবল চাপ নিয়েই এবারের বিশ্বকাপে পা রেখেছে সেলেকাওরা।

ব্রাজিলের বিশ্বকাপ পরিসংখ্যানটা বেশ অদ্ভুত। ১৯৫৮ থেকে ১৯৭০ পর্যন্ত চারটি বিশ্বকাপের তিনটেই চ্যাম্পিয়ন হয়েছিল সেলেকাওরা। মাঝে একটা লম্বা বিরতি। এরপর আবার ১৯৯৪ থেকে ২০০২—টানা তিনটে বিশ্বকাপের ফাইনাল খেলে দু’বার চ্যাম্পিয়ন। অথচ এই ব্রাজিলই শেষ চারটে বিশ্বকাপের একটিতেও ফাইনালে উঠতে পারেনি! প্রতিবারই নকআউট পর্বের ম্যাচে কোনও না কোনও ইউরোপিয়ান দলের কাছে হার মানতে হয়েছে সাম্বা ফুটবলকে। এবার অবশ্য অনেকটাই আটঘাঁট বেঁধে এসেছেন তিতে। নেইমারদের কোচ বলেন, “জানি দেশের প্রত্যেকটি মানুষের চোখ এখন কাতারে। সবাই চাইছে আমরা কাপটা নিয়ে দেশে ফিরি। এই আবেগকে আমরা সম্মান করি। তবে এই মুহূর্তে গোটা দলের ফোকাস শুধুই বিশ্বকাপে। গোটা দেশের মতো আমরাও হেক্সার স্বপ্ন দেখছি। কিন্তু লক্ষ্যে সফল হওয়ার জন্য যে জিনিসটা সবথেকে বেশি জরুরি, সেটা হল মনঃসংযোগ।’’

তিতে আরও বলেন, ‘‘আমি ফুটবলারদের বলেছি, মাঠে নেমে খেলা উপভোগ করো। নিজেদের সেরাটা নিংড়ে দাও। পাশাপাশি পরিকল্পিত ফুটবল খেলতে হবে। আমাদের দলটা প্রতিভায় ঠাসা। তবে মাঠে নেমে নিজেদের প্রতিভার প্রতি সুবিচার করতে হবে। তবেই সাফল্য ধরা দেবে।’’

আরও পড়ুন:সৌদি আরবের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও নজির গড়লেন মেসি, টপকে গেলেন মারাদোনা এবং বাতিস্তুতাকে

 

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version