Monday, August 25, 2025

স্টেডিয়ামের আবর্জনা সাফ করে ফের বিশ্বকাপের মঞ্চে প্রশংসিত জাপানি সমর্থকরা

Date:

২০১৮ রাশিয়া বিশ্বকাপের “রিপ্লে” ২০২২ কাতারের মঞ্চেও। ফের শিরোনামে জাপানি সমর্থকরা। বিশ্বকাপ উদ্ধোধনের দিন কাতার–ইকুয়েডর ম্যাচ শেষে আল বায়ত স্টেডিয়ামে দর্শকদের ব্যবহৃত উচ্ছিষ্ট খাবার, গ্লাস, কাপ, বোতল, প্লাস্টিকের মতো নানাবিধ আবর্জনা পরিষ্কার করলেন জাপানের কিছু ফুটবলপ্রেমী।

জাপানিদের আবর্জনা পরিষ্কার করে আলোচনায় আসার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও এমন উদাহরণ তৈরি করেছিলেন তাঁরা। এমনকি, যে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল জাপান, সেই ম্যাচ শেষেও আবর্জনা পরিষ্কার করেই গ্যালারি থেকে বের হয়েছিলেন জাপানের সমর্থকেরা।

বিশ্বকাপের উদ্ধোধনী ম্যাচে কাতারকে ২-০ গোলে হারায় ইকুয়েডর। খেলা শেষ হতে না হতেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান সমর্থকেরা। তবে ম্যাচ শেষ হওয়ার পরও গ্যালারিতে দেখা যায় একদল জাপানি ফুটবলপ্রেমীকে। তাঁরা অন্যান্য দর্শকের ফেলে যাওয়া আবর্জনা পরিষ্কার করছিলেন।

স্টেডিয়ামের আবর্জনা সাফ প্রসঙ্গে এক জাপানি সমর্থক বলেন, “আমরা জাপানি। আমরা আবর্জনা ফেলে যাই না এবং আমরা সমস্ত জায়গাকে সম্মান করি।” ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে পড়ে থাকা পতাকাও সংগ্রহ করছেন জাপানিরা। ফলে অন্য দেশকে সম্মান করতেও জাপানিদের জুড়িমেলা ভার।

এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জাপানিজদের প্রশংসায় ভাসাতে থাকে গোটা বিশ্ব। বিশেষত জাপানের খেলা না থাকার পরও গ্যালারি পরিষ্কার করার কাজ তাঁদের মানসিকতার ও শিক্ষার পরিচয় বহন করে।

আরও পড়ুন- একে অপরকে এড়াচ্ছেন শুভেন্দু-সুকান্ত! কুণালের খোঁচা: সার্কাস চলছে

 

 

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...
Exit mobile version