Tuesday, November 4, 2025

Primary TET : প্রকাশিত হল ১৬ দফা গাইডলাইন, পরীক্ষা কেন্দ্রে জারি ১৪৪ ধারা

Date:

১১ ডিসেম্বরেই প্রাথমিকের টেট (TET)। বিতর্ক এড়িয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা পরই চালনা করতে একাধিক পদক্ষেপ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education)। এবার নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনা করতে ১৬ দফা গাইডলাইন প্রকাশ করে প্রতিটি জেলার জেলাশাসককে (DM) এবং কলকাতা পুলিশের (Kolkata Police) পুলিশ কমিশনারকে পাঠাল রাজ্য স্কুল শিক্ষা দফতর (State Department of School Education)।

প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী নিয়ে এবারের টেট (TET)। পর্ষদ সূত্রে জানা যায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতোই প্রাথমিকের টেটেও একই নিয়ম বলবৎ থাকবে। গাইডলাইনে বলা হয়েছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। গাইডলাইনে বলা হয়েছে রাজ্যজুড়ে ১৪৫৩ টি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে প্রাথমিকের টেট। মোট পরীক্ষা দেবে রাজ্য জুড়ে ৬ লক্ষ ৯০ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী। দুপুর ১২টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত মোট আড়াই ঘণ্টা ধরে এই পরীক্ষা হবে। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে এক্সটেনশন অফিসার পর্যায়ের পুলিশের আধিকারিকরা থাকবেন। লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। মোবাইল ফোন বা কোনওরকম ইলেকট্রনিক গেজেট পরীক্ষা কেন্দ্রের ভেতরে নিয়ে যেতে পারবেন না। গাইডলাইনে বলা আছে পর্যাপ্ত পানীয় জল ও শৌচাগারের জন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। প্রশ্নপত্র পৌঁছনোর আগেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা মোতায়ন করার উল্লেখ করা আছে। পরীক্ষার দিনে পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা রাখতে হবে যাতে পরীক্ষার্থীদের কোনওরকম সমস্যা না হয়। পাশাপাশি পরীক্ষার দিনে যাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হয় তার জন্য বিদ্যুৎ দফতরকে (Department of Electricity) বিশেষ নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দফতরের।

 

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version