নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সেরা হয়ে কী বললেন SKY?

এদিন সিরিজ সেরার পুরস্কার নিয়ে SKY বলেন,"এখন কিছুটা সময় নিতে পারি। তবে একদিনের ক্রিকেটেও মানসিকতা একই থাকবে।

0
1

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। বৃষ্টির জন‍্য প্রথম এবং তৃতীয় ম‍্যাচ ভেস্তে গেলেও, দ্বিতীয় ম‍্যাচে জয়ের সুবাদে কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ারা। সিরিজ সেরা হয়েছেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় টি-২০ ম‍্যাচে মারকুটে ইনিংসের সুবাদে সিরিজ সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন সূর্য। আর পুরস্কার নিয়ে আগাম বার্তা দিলেন SKY। বললেন, একদিনের ক্রিকেটেও এরকমই ইনিংস খেলবেন তিনি।

এদিন সিরিজ সেরার পুরস্কার নিয়ে SKY বলেন,”এখন কিছুটা সময় নিতে পারি। তবে একদিনের ক্রিকেটেও মানসিকতা একই থাকবে। আমরা শুধুমাত্র নিজেদের উজাড় করে দিতে পারি। পুরো ম্যাচ হলে দারুণ হত। কিন্তু কী আর করা যাবে। ঠিক আছে।”

কিউয়িদের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরে খুশি সূর্য। তবে তৃতীয় টি-২০ ম‍্যাচ না হওয়ায় আক্ষেপ ঝড়ে পড়ল সূর্যকুমারের যাদবের গলায়। এই নিয়ে তিনি বলেন, “যেভাবে পুরো বিষয়টা এগিয়েছে, তাতে অত্যন্ত খুশি। পুরো ম্যাচ হলে ভালো লাগত। তবে আমরা সিরিজ জেতায় আমি খুশি। আবহাওয়া আমাদের হাতে নেই। সবসময়ই চাপ থাকে। কিন্তু চাপ না থাকলে মজাও থাকে না। এই মুহূর্তে আমরা ব্যাটিং স্রেফ উপভোগ করছি।”

আরও পড়ুন:‘জানি এই হার সমর্থকদের ধাক্কা দিয়েছে’, সৌদি আরবের কাছে হেরে বললেন মেসি