Thursday, August 21, 2025

বিশ্বকাপের মধ্যেই ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন রোনাল্ডোর! কী বললেন CR7

Date:

শেষপর্যন্ত আশঙ্কাটাই সত্যি হল। মরশুমের মাঝপথেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বিশ্বকাপের মাঝেই চুক্তিটা শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল। চুক্তি বাতিলের বিষয়টি দুই পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। উভয় পক্ষ বলছে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে বাতিল করা হয়েছে এই চুক্তি।

বিশ্বকাপ শুরুর আগের মুহূর্তে পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যান ইউয়ের কোচ ও কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেন রোনাল্ডো। সেই সাক্ষাৎকারে CR7 বলেছিলেন, কোচ এরিক টেন হাগের প্রতি তাঁর কোনও সম্মান নেই, কারণ টেন হাগও তাঁকে কোনও সম্মান দেখান না। বিস্ফোরক সাক্ষাৎকারে ক্লাব কর্তৃপক্ষ তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও দাবি করেছিলেন পর্তুগিজ তারকা। সেই ঘটনার ধারাবাহিকতাতেই এই চুক্তি বাতিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

দলের তারকা ফুটবলার রোনাল্ডের সঙ্গে চুক্তি বাতিল নিয়ে এক বিবৃতিতে ম্যান ইউয়ের পক্ষ থেকে বলা হয়, “দুটি মেয়াদে অসামান্য অবদানের জন্য ক্লাব তাঁকে ধন্যবাদ জানাচ্ছে।” একইসঙ্গে তাঁরা রোনাল্ডো এবং তাঁর পরিবারকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বিবৃতিতে আরও লিখেছে, “দলের বাকিরা টেন হাগের অধীনে দলের উন্নতিতে মনোযোগ দেবে এবং একসঙ্গে কাজ করে মাঠে সাফল্যের জন্য লড়বে।”

ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর রোনাল্ডো তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ” ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে পারস্পরিক সম্মতির ভিত্তিতে আগেই চুক্তি শেষ করে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।” ক্লাবের প্রতি নিজের ভালোবাসার কথা উল্লেখ করে তিনি আরও বলেছেন, “আমি ক্লাব এবং তাদের সমর্থকদের ভালোবাসি। সেটা কখনও বদলাবে না। যাইহোক, মনে হচ্ছে এটা নতুন চ্যালেঞ্জ সন্ধানের সঠিক সময়। আমি মরশুমের বাকি সময়ের জন্য এবং ভবিষ্যতের জন্য দলের সফলতা কামনা করি।”

উল্লেখ্য, এর আগে ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রথম চুক্তির মেয়াদে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছিলেন রোনাল্ডো। সে সময় ক্লাবের হয়ে দলীয় ও ব্যক্তিগভাবে দারুণ সাফল্য পেয়েছিলেন তিনি। তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাব ছাড়াও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন পর্তুগিজ তারকা। তবে গত মরশুমে দ্বিতীয় মেয়াদে ম্যান ইউতে ফেরাটা সুখকর তো হলোই না বরং শেষটা হলো তিক্ততাতেই।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version