Sunday, May 4, 2025

বিশ্বকাপের মধ্যেই ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন রোনাল্ডোর! কী বললেন CR7

Date:

শেষপর্যন্ত আশঙ্কাটাই সত্যি হল। মরশুমের মাঝপথেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বিশ্বকাপের মাঝেই চুক্তিটা শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল। চুক্তি বাতিলের বিষয়টি দুই পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। উভয় পক্ষ বলছে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে বাতিল করা হয়েছে এই চুক্তি।

বিশ্বকাপ শুরুর আগের মুহূর্তে পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যান ইউয়ের কোচ ও কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেন রোনাল্ডো। সেই সাক্ষাৎকারে CR7 বলেছিলেন, কোচ এরিক টেন হাগের প্রতি তাঁর কোনও সম্মান নেই, কারণ টেন হাগও তাঁকে কোনও সম্মান দেখান না। বিস্ফোরক সাক্ষাৎকারে ক্লাব কর্তৃপক্ষ তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও দাবি করেছিলেন পর্তুগিজ তারকা। সেই ঘটনার ধারাবাহিকতাতেই এই চুক্তি বাতিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

দলের তারকা ফুটবলার রোনাল্ডের সঙ্গে চুক্তি বাতিল নিয়ে এক বিবৃতিতে ম্যান ইউয়ের পক্ষ থেকে বলা হয়, “দুটি মেয়াদে অসামান্য অবদানের জন্য ক্লাব তাঁকে ধন্যবাদ জানাচ্ছে।” একইসঙ্গে তাঁরা রোনাল্ডো এবং তাঁর পরিবারকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বিবৃতিতে আরও লিখেছে, “দলের বাকিরা টেন হাগের অধীনে দলের উন্নতিতে মনোযোগ দেবে এবং একসঙ্গে কাজ করে মাঠে সাফল্যের জন্য লড়বে।”

ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর রোনাল্ডো তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ” ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে পারস্পরিক সম্মতির ভিত্তিতে আগেই চুক্তি শেষ করে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।” ক্লাবের প্রতি নিজের ভালোবাসার কথা উল্লেখ করে তিনি আরও বলেছেন, “আমি ক্লাব এবং তাদের সমর্থকদের ভালোবাসি। সেটা কখনও বদলাবে না। যাইহোক, মনে হচ্ছে এটা নতুন চ্যালেঞ্জ সন্ধানের সঠিক সময়। আমি মরশুমের বাকি সময়ের জন্য এবং ভবিষ্যতের জন্য দলের সফলতা কামনা করি।”

উল্লেখ্য, এর আগে ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রথম চুক্তির মেয়াদে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছিলেন রোনাল্ডো। সে সময় ক্লাবের হয়ে দলীয় ও ব্যক্তিগভাবে দারুণ সাফল্য পেয়েছিলেন তিনি। তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাব ছাড়াও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন পর্তুগিজ তারকা। তবে গত মরশুমে দ্বিতীয় মেয়াদে ম্যান ইউতে ফেরাটা সুখকর তো হলোই না বরং শেষটা হলো তিক্ততাতেই।

Related articles

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...

সোমে দু দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা সুতিতে 

দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু-দিনের সফরে সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। ওইদিন তিনি প্রথমে...

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...
Exit mobile version