Thursday, August 21, 2025

কর্মসংস্থানের লক্ষ্যে উত্তরবঙ্গে ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়, ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

শিক্ষার প্রসারে ফের এক অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। উত্তরবঙ্গে (NorthBengal) ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের (Management University) কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার বিধানসভায় (Assembly) প্রশ্নোত্তর পর্বে তিনি এই কথা জানিয়েছেন বলে জানা যাচ্ছে। শিক্ষামন্ত্রী (Education Minister) জানিয়েছেন এই বিষয়ে আনুমানিক খরচ হবে প্রায় ৬৩ কোটি ৬৫ লক্ষ টাকা। রাজ্য সরকার (Government of West Bengal)নিজেই এই বিশ্ববিদ্যালয় তৈরি করছে বলে জানান ব্রাত্য বসু (Bratya Basu)।

কর্মসংস্থানের লক্ষ্যে উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য এবার ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় (Management University) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ব্রাত্য বসু জানান মুখ্যমন্ত্রী (CM) নিজে এই বিষয়ে উদ্যোগী হয়েছেন। কম্পিউটার সাইন্স (Computer Science), হোটেল ম্যানেজমেন্ট , নার্সিং বিমান সেবিকার কোর্স এবং পর্যটন বিষয়েও শিক্ষা দেওয়া হবে এই বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার বিধানসভায় বিধায়ক শঙ্কর ঘোষ প্রশ্নোত্তর পর্বে এই প্রসঙ্গ উত্থাপন করলে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিষয়টি খোলসা করে সকলকে জানিয়ে দেন। এখানেই শেষ নয়, ব্রাত্য বসু জানান এই সরকার সংস্কৃত ভাষার চর্চার দিকেও যথেষ্ট জোর দিয়েছে। পাশাপাশি অন্যান্য ভাষার প্রতিও শ্রদ্ধাশীল রাজ্য সরকার তাই গবেষণার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে ব্রাত্য বসু (Bratya Basu) জানান আপাতত মহিষাদল রাজ কলেজে অস্থায়ীভাবে ক্লাস শুরু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিধি এখনও তৈরি হয়নি। প্রায় ১৭৬ কোটি ৫৬ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা ব্যয় হবে এই বিশ্ববিদ্যালয় তৈরিতে। বিধায়ক মনোজ কুমার ওরাও এর পড়ুয়া শিক্ষক অনুপাতের সামঞ্জস্য প্রসঙ্গেও নিজের বক্তব্য স্পষ্ট করেন ব্রাত্য বসু। তিনি জানেন শিক্ষক এবং পড়ুয়াদের মধ্যে যাতে সামঞ্জস্য থাকে সেই অনুপাতের দিকে সজাগ দৃষ্টি রাজ্য সরকারের।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version