Wednesday, August 27, 2025

বকেয়া DA এর দাবি, কোঅর্ডিনেশন কমিটির অভিযান ঘিরে ধুন্ধুমার রাজপথ

Date:

বকেয়া DA এর দাবিতে কোঅর্ডিনেশন কমিটির (Coordination Committee) বিধানসভা অভিযান ঘিরে ধর্মতলায় (Esplanade)ধুন্ধুমার। বকেয়া মহার্ঘ ভাতার (DA-Dearness Allowance) দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের সদস্যরা মিছিল করে এগোতে গেলে রানী রাসমণি অ্যাভেনিউ (R R Avenue)তাঁদেরকে আটকে দেয় পুলিশ। কিন্তু কোনভাবেই তাঁরা পুলিশের সঙ্গে সহযোগিতা করতে চাননি বলে অভিযোগ। উল্টে ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা।

ডিএ-র (DA-Dearness Allowance) দাবিতে এদিন বিধানসভা (WB Assembly) অভিযান করেন রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। পুলিশের ব্যারিকেড ভেঙে বেশ কিছু রাজ্য সরকারি কর্মচারী বিধানসভার দিকে ছুটতে থাকেন। উত্তেজনা ছড়ায় ধর্মতলা চত্বরে। এরপর সেই আঁচ গিয়ে পড়ে বিধানসভা চত্বরে। বিধানসভার মূল ফটকের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বুধবার দুপুরে। ডিএ মামলার শুনানি নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। সব জটিলতা কাটিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছে রাজ্য সরকার।আগামী ৩০ নভেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ করতে হবে। আর সেই পরিস্থিতিতে এইভাবে ব্যস্ত দিনে প্রকাশ্য দিবালোকে বিক্ষোভ করে কার্যত সাধারণ মানুষকেই হয়রান করার চেষ্টা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সরকারি কর্মচারীদের ২৭ টি সংগঠনের যৌথ মঞ্চের বিধানসভা অভিযানকে কেন্দ্র করে উত্তাল মহানগরী। লেনিন মূর্তির পাদদেশে জমায়েতের পর আন্দোলনকারী কর্মীরা বিধানসভার গেটের দিকে এগিয়ে এলে পুলিশ তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে। যদিও পুলিশের বিরুদ্ধে মারধোরের অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।

 

Related articles

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...
Exit mobile version