Monday, November 10, 2025

ডেঙ্গি (Dengue)নিয়ে বাড়ছে উদ্বেগ। রাজ্য সরকারের (Government of West bengal)তরফ থেকে একাধিক জরুরি পদক্ষেপ করা হয়েছে। এবার ডেঙ্গি নিয়ে বিবৃতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বিধানসভায় মমতা বলেন, গত দু’বছর করোনার কারণে ডেঙ্গি (Dengue)কম ছিল। এ বছর ডেঙ্গি বেড়েছে। পজিটিভিটি রেট ৭ শতাংশ হয়ে গিয়েছিল। কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে। মুখ্যমন্ত্রী জানান মূলত, কলকাতা (Kolkata),হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে ডেঙ্গির প্রভাব বেশি। পুরসভার পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দফতর (Department of Public Works and Urban Development)হাতে হাত মিলিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে ডেঙ্গি মোকাবিলার কাজ করছে।

বিধানসভায় (Assembly) শীতকালীন অধিবেশন (Winter Session) চলছে। সেখানে বারবার হাওয়া গরম করার চেষ্টা করছে বিজেপিসহ বিরোধীরা। রাজ্য সরকার ডেঙ্গি সংক্রান্ত তথ্য গোপন করছে বলে বারবার অভিযোগ করছে তাঁরা। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে। মুখ্যমন্ত্রী জানান এ রাজ্যে ডেঙ্গিতে এ বছর মৃত্যু হয়েছে মোট ১১ জনের। তার মধ্যে ছ’জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। আগামী এক মাস সরকার ডেঙ্গি দমনে কোনও শিথিলতা দেখাবে না বলে সাফ জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন বিধায়কদের সতর্ক থাকতে হবে। তবে শীত বাড়লে ডেঙ্গির প্রকোপ কমবে বলে আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version