Monday, August 25, 2025

বসার জায়গা পছন্দ নয়, হাস্যকর অজুহাত দেখিয়ে রাজ্যপালের শপথ এড়ালেন শুভেন্দু

Date:

পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল (Governor) হিসেবে শপথ (Oath) নিলেন সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। শপথবাক্য পাঠে যে কোনও পরিস্থিতিতে বাংলার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন নতুন রাজ্যপাল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee), মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ শাসক দলের একাধিক সাংসদ, বিধায়করা। ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বোস(Biman Bose)। উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীও। কিন্তু রাজ্যের সাংবিধানিক প্রধানের শপথ অনুষ্ঠানে রীতি ভাঙলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আমন্ত্রণ পেয়েও তিনি এলেন না।

শুভেন্দু প্রথমে জানিয়েছিলেন যে, নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোসের শপথগ্রহণ অনুষ্ঠানে আসবেন তিনি। কিন্তু শপথ গ্রহণের সকালেই আচমকাই টুইট করে রাজ্যের বিরোধী দলনেতা জানান যে, তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। শপথগ্রহণ অনুষ্ঠানে অতিথিদের বসার জন্য যে আসন বিন্যাস করা হয়েছে, তা নিয়ে আপত্তি রয়েছে তাঁর। দুই বিজেপি ত্যাগী বিধায়ক কৃষ্ণ কল্যাণী আর বিশ্বজিৎ দাসের পাশে আসন দেওয়াতেই ক্ষোভ শুভেন্দুর।

টুইটে শুভেন্দু অবশ্য লিখেছেন যে, তিনি পরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে আসবেন। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন। রাজ্যপাল সি ভি আনন্দ বোস যদি আজও তাঁকে দেখা করতে বলেন, তাহলে তিনি যাবেন আজই রাজভবন যাবেন।

এদিকে শুভেন্দু অধিকারী শপথগ্রহণ অনুষ্ঠান এড়াতেই তাঁকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলনেতার এমন আচরণ অসৌজন্যের ও মিথ্যাচার বলে তোপ দেগেছেন তিনি। এই সবটাই সিবিআই ও ইডির হাত থেকে বাঁচার জন্য শুভেন্দু অধিকারী নাটক করছেন বলেও তোপ দাগেন কুণাল।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version