Saturday, August 23, 2025

মেসিদের হারিয়ে বিশ্বকাপে ইতিহাস রচনা, জাতীয় ছুটি ঘোষণা সৌদির রাজার

Date:

Share post:

হাতে ধরা সৌদি আরবের পতাকা। গলায় জড়ানো সৌদি পতাকার তৈরি স্কার্ফ। একের পর এক হুডখোলা গাড়িতে জয়ের উল্লাসে মেতেছেন রিয়াদের রাস্তায়। কেউ আবার বিশ্বকাপের রেপ্লিকা নিয়ে ফুটপাত দাঁড়িয়ে গর্বের ইতিহাস উদযাপন করছেন। দৃশ্যটা শুধু রিয়াদে নয়, গোটা সৌদি আরব জুড়েই এক উৎসবের ছবি দেখা গিয়েছে। কে জানত, এভাবে আর্জেন্টিনাকে স্তব্ধ করে স্বপ্নের মতো বিশ্বকাপ অভিযান শুরু করবে সৌদি আরব? কে ভেবেছিল মেসির শেষ বিশ্বকাপের শুরুটায় এমন অঘটন অপেক্ষা করছিল!

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসেরই বড় অঘটন ঘটিয়েছে সৌদি আরব। কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে সৌদি। এমন বিশাল জয় সেলিব্রেশনের জন্য আজ, বুধবার সৌদি আরবে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। জাতীয় দলের ফুটবলারদের জয় সেলিব্রেশনের জন্য ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমান ছুটির এই প্রস্তাব দেন। এরপর ছুটির বিষয়টি অনুমোদন দেন বাদশাহ সালমান। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, দেশের সমস্ত সরকারি-বেসরকারি দফতর, এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে।

সৌদি আরবের বিপক্ষে প্রথমার্ধে আর্জেন্টিনা একটি গোল করে এগিয়ে যায়। তাদের তিনটি গোল বাতিল হয় অফসাইডের ফাঁদে পড়ে। ৪৮ মিনিটে সৌদি আরবকে সমতায় ফেরান সালেহ আল–শেহরি। এরপর পুরো ফুটবল–বিশ্বকে চমকে দিয়ে ৫৩ মিনিটে সৌদি আরবের পক্ষে জয়সূচক গোলটি করেন সালেম আল দাওসারি। ফিফা পর্যন্ত তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছে, “এটা ফিফা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বড় অঘটন।” শুধু তাই নয়, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার মেসির আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে দিয়েছে সৌদি আরব।

বিশ্বকাপের মতো বড় আসরে এমন অসাধারণ জয় আসবে, তা যেন খোদ দেশের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমানও প্রত্যাশা করেননি। গত মাসে তিনি ফুটবলারদের বলেছিলেন, “কেউ এই টুর্নামেন্ট থেকে তোমাদের কাছ থেকে কোনও পয়েন্ট আশা করে না। আমি জানি, এই বিশ্বকাপে আমাদের গ্রুপটা খুব কঠিন। কেউই জয় বা ড্রয়ের কোনও প্রত্যাশা করি না। তাই আমি বলতে চাই, তোমরা নির্ভয়ে থাকো। স্বাচ্ছন্দ্যে নিজেদের খেলাটা খেলো এবং টুর্নামেন্টটা উপভোগ করো।”

spot_img

Related articles

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...