Friday, August 22, 2025

জট খুললো লটারি রহস্যের, নানুরের নুরের কাছ থেকেই অনুব্রতের হাতে যায় টিকিট

Date:

অনুব্রতর (Anubrata Mondal) লটারি রহস্যে (Lottery Mystery) চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের (CBI) হাতে। বলা যায়, কেন্দ্রীয় এজেন্সির (Central Agency) তদন্তে জট খুললো বহু চর্চিত লটারি কাণ্ড। অনুব্রত নন, লটারিতে ১ কোটি টাকা জিতেছিলেন নানুরের শেখ নুর আলি। পরে তাঁর কাছ থেকে ঘুরপথে সেই টিকিট কিনে নেওয়া হয়। মোট ৮৩ লাখ টাকায় ওই টিকিট কিনে নেওয়া হয় বলে সিবিআই সূত্রে খবর। যিনি লটারির টিকিটটি কিনেছিলেন সেই নুর আলি (Noor Ali) ও যিনি বিক্রি করেছিলেন সেই বাপি গাঙ্গুলিকে (Bapi Ganguly) মুখোমুখি বসিয়ে জেরা করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।

নুর আলির বাবা শেখ কটাই জানিয়েছেন, নুর ১ কোটি টাকার লটারি জিতেছিল। কিন্তু অনুব্রত ঘনিষ্ঠ কিছু লোকজন সেই টিকিট তাদেরকে দিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে নুরের উপর। বোলপুরের গাঙ্গুলি লটারির মালিকও সেই টিকিট ফেরত দেওয়ার জন্য চাপ দেয়। ভয়ে বেশকিছুদিন ঘর ছাড়াও ছিলেন নুর আলি। শেষপর্যন্ত লটারি দোকানের মালিক বাপি গাঙ্গুলি ওই টিকিট নুরের কাছ থেকে ৮৩ লক্ষ টাকার বিনিময়ে নিয়ে নেয়। পরে সেই টিকিট কার হাতে গিয়েছে, সেটা তার জানা নেই।

সিবিআই সূত্রে খবর, নুর আলি ও গাঙ্গুলি লটারির মালিক বাপিকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। সিবিআই ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার সময় বাপি গাঙ্গুলি বলেন, ৮৩ লাখ টাকা দিয়ে ওই টিকিটের লেনদেন করা হয়েছিল। বোলপুরের রাহুল লটারি থেকে ওই টিকিটি প্রথমে কেনা হয়েছিল। সেটি কিনেছিল লাকি লটারি নামে একটি দোকান। সেখান থেকে খুচরো বিক্রেতা মুন্না শেখ সেই টিকিট কেনে। মুন্নার কাছ থেকে সেই লটারি কেনে নুর আলি। এবার সেই টিকিটে ১ কোটি টাকা জেতার পর থেকেই সমস্যার শুরু।

অভিযোগ, ওই টিকিট দিয়ে দেওয়ার জন্য নুরের উপরে চাপ সৃষ্টি করা হয়। স্থানীয় বাহিরি গ্রাম পঞ্চায়েতের প্রধান ভজন ও অনুব্রত ঘনিষ্ট কাউন্সিলার বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় বাপি গাঙ্গুলিকে নিয়ে যায় লটারি টিকিটটি মেলানোর জন্য। পরবর্তীতে নুর আলিকে ৮৩ লাখ টাকা দিয়ে সেই টিকিট কিনে নেওয়া হয়। এরপর অনুব্রত মণ্ডল সেই টিকিটটি ভাঙিয়েছিলেন। এক কোটি টাকা পাওয়ার কথা প্রকাশ্যে এসেছিল। নুর আলির বাবার দাবি, তাঁকে ৭ লাখ টাকা দিয়েছিল তাঁর ছেলে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version