Sunday, August 24, 2025

Gujrat Election : বিজেপির ভোট প্রচারে বিদেশী! নির্বাচন কমিশনের কাছে অভিযোগ তৃণমূলের

Date:

সামনে গুজরাটের নির্বাচন (Gujrat Election) এই মুহূর্তে তুঙ্গে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার (election campaign)পর্ব। নরেন্দ্র মোদির (Narendra Modi) রাজ্যে এবার বিদেশী নাগরিকদের (Foreign nationals) এনে প্রচার করার অভিযোগে কাঠগড়ায় খোদ ভারতীয় জনতা পার্টি ! যে ভারতীয় জনতা পার্টি (BJP) বারবার হিন্দুত্বের দাবি করে দেশীয় সংস্কৃতির কথা বলে, সেই পার্টির নির্বাচনী প্রচারে বিদেশি নাগরিকদের আনাটা ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষ। ঘটনা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস (TMC) । দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale) গুজরাটে বিজেপির পক্ষে প্রচার করতে যে ‘বিদেশি নাগরিকদের’ দেখা গেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে।

বিজেপির রাজ্য ইউনিটের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে বিদেশীরা নরেন্দ্র মোদির কাজের প্রশংসা করছেন আর সেই ভিডিওকে গুজরাটের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপর থেকেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে।ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে তৃণমূল। তাতে বিস্তারিত অভিযোগ জানান হয়েছে। সাকেত গোখলে নির্বাচনী সংস্থার কাছে তাঁর অভিযোগে লিখেছেন, ‘এটি ভারতীয় নির্বাচনে গুরুতর বিদেশী হস্তক্ষেপের সমতুল্য এবং জনগণের প্রতিনিধিত্ব আইন, ১৯৫১, সেইসঙ্গে ভারতের ভিসা আইনের সম্পূর্ণ লঙ্ঘন’। গুজরাট বিজেপির শেয়ার করা একটি ভিডিওতে, বিদেশী বংশোদ্ভূত কয়েকজন ব্যক্তিকে গেরুয়া শিবিরের হয়ে প্রচার করতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের প্রশংসা করতে দেখা যায়। পাশাপাশি ভিডিওতে দেখা গেছে গুজরাটের মানুষেরা কিভাবে ভোট দেবেন সেই বিষয়েও তাঁদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বিদেশিদের পরিচয় (Identity) এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version