Friday, August 22, 2025

বিশ্বকাপের নকআউট (Knockout) ম্যাচ শুরু হবে শেষ ষোলোয়। তবে আর্জেন্টিনার (Argentina) জন্য ‘নকআউট’ এসে হাজির গ্রুপ পর্বেই।সৌদি আরবের কাছে ২–১ ব্যবধানে হেরে যাওয়ায় লিওনেল মেসিদের (Lionel Messi) সামনে এখন কঠিন পথ। শেষ ষোলোয় উঠতে হলে আর কোনো ম্যাচ হারা যাবে না। বিশেষ করে শনিবারের মেক্সিকো (Mexico) ম্যাচে। শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।

মঙ্গলবার বিকেলে সৌদি আরবের (Saudi Arabia) কাছে হেরে যাওয়ার পরপরই অবশ্য ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শুনিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক মেসি। আর ঘুরে দাঁড়াতে হলে যে খেলার কৌশলে, খেলোয়াড়ের ধরনে কিছু পরিবর্তন হবে, সে তো সহজেই অনুমেয়। কিন্তু কী পরিবর্তন হতে পারে, সেটির আভাসও দিতে রাজি নয় আর্জেন্টিনা।

আর্জেন্টাইন টেলিভিশন সূত্রে খবর, বৃহস্পতিবার কাতারে দরজা বন্ধ (Closed Door) করে অনুশীলন করেছে আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে কোন কৌশলে খেলানো হবে, কোন পজিশনে কাকে রাখা হবে, এটা নিয়ে গত দুই দিন বিস্তর বিশ্লেষণ করেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ। বলছে, শুরুর একাদশে তিনটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। সৌদি আরবের বিপক্ষে শেষ দিকে ক্রিস্তিয়ান রোমেরো, পাপু গোমেজ এবং লিয়ান্দ্রো পারেদেসকে তুলে নিয়েছিলেন স্কালোনি। বদলি করে নামান লিসান্দ্রো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজকে। শেষ ১৫ মিনিটের জন্য নামানো এই তিনজনকে মেক্সিকো ম্যাচের শুরুর একাদশে রাখা হতে পারে।

কোচিং স্টাফের (Coaching Staffs) ভাবনায় আরেকটি বিকল্পও আছে। সেটি হচ্ছে বেশি পরিবর্তনের পথে না হেঁটে পাপু গোমেজের জায়গায় আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে খেলানো। ২৩ বছর বয়সী ব্রাইটন মিডফিল্ডার সৌদির বিপক্ষে বেঞ্চে বসে ছিলেন। এ ছাড়া প্রতিপক্ষ বিবেচনায় খেলার ধরনে কী পরিবর্তন আনা যায়, সেটিও নিয়েও কাজ করছে স্কালোনির দল।

তবে যা কিছুই পরিকল্পনায় বা বাস্তবায়নের পথে থাক না কেন, আজকের ‘ক্লোজড ডোর’ অনুশীলনে সেটি নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে আর্জেন্টিনা।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version