Monday, January 12, 2026

দার্জিলিং পুরসভা হাতছাড়া হচ্ছে হামরো পার্টির! অনিতের বিরুদ্ধে ক্ষোভ অজয়ের

Date:

Share post:

সদ্য দল গড়ে দার্জিলিং পুরসভার ভোটে জিতেছিল হামরো পার্টি। কিন্তু এখন ক্ষমতা টিকিয়ে রাখতে পারছে না তারা। সম্প্রতি হামরো পার্টি (Hamro Party) ছেড়ে প্রমোস্কার ব্লোন ও ভূপেন্দ্র ছেত্রী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন। ফলে দুর্বল হয়ে পড়েছে অজয় এডওয়ার্ডের দল। এখন দুই তৃণমূল কাউন্সিলরের সমর্থন নিয়ে পুরসভা ভোট গঠন করতে পারে অনিত থাপার (Anit Thapa) ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (BGPM)।

দার্জিলিং পুরসভার ৩২টি আসনের মধ্যে ১৮টি আসন পায় হামরো পার্টি, ৯টি আসন পায় অনিত থাপার BGPM, তিনটি আসন পায় বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা (GJM)। তৃণমূল পায় দুটি আসন। কিন্তু ৬ কাউন্সিলর ইতিমধ্যে দল ছড়ায় ১২ টি আসন রয়েছে হামরো পার্টির। এই পরিস্থিতিতে তৃণমূলের দুই কাউন্সিলর অনিত থাপার দলকে সমর্থন জানাবেন বলে ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে বোর্ড গঠন করতে পারে BGPM।

অজয় এডওয়ার্ডের (Ajoy Edwards) অভিযোগ, তাঁর দলের কাউন্সিলর কিনে পুরসভা দখলের চেষ্টা চলছে। হামরো পার্টির নেতা সরাসরি কাঠগড়ায় তুলেছেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ (GTA)-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিত থাপাকে। অজয় এডওয়ার্ডের অভিযোগ, তাঁর দলের কাউন্সিলরদের লক্ষাধিক টাকা-সহ শিলিগুড়িতে একটি করে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অনিত। পরিবর্তে তাঁর তরে যোগ দিতে বলেছেন BGPM প্রধান।

তবে অজয়ের অভিযোগ উড়িয়ে বিজিপিএম দলের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, “আমরা কোনও দল ভাঙতে যাব কেন? হতাশা থেকে অজয় এসব বলছেন। ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতাই নেই বলে দলে কেউ থাকতে চাইছেন না।”

 

 

 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...