Sunday, November 9, 2025

ঘুম ভাঙল অমিতের! দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে হাঁটছে বিজেপি?

Date:

দেশে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Rules) কার্যকর করার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর শাহের এমন ঘোষণার পরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অমিত শাহ বলেন, বিজেপি নির্বাচনী ইস্তেহারে (Election Manifesto) প্রতিশ্রুতি দিয়েছিল দেশে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা হবে। আর এখনই সেই প্রতিশ্রুতি পূরণের সঠিক সময় এসেছে।

এক বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ১৯৫০ সালের পর থেকেই প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে। এতে সায় ছিল জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ এবং রাজা জি সি গোপালাচারীর। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে তাঁরা চেয়েছিলেন যে দেশে সবার জন্য যাতে সমান আইন হয়।

পাশাপাশি এদিন অমিত শাহ জানান, তুষ্টিকরণের রাজনীতির (Politics of Appeasement) কারণে কংগ্রেস ১৯৬৮ সালের পর থেকে অভিন্ন দেওয়ানি বিধিকে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছিল। তবে জাতীয় স্তরে না হলেও ইতিমধ্যেই একাধিক বিজেপি শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য আইন আনার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বারবার মনে করিয়ে দেন, জনসংঘের সময় থেকেই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে এসেছি এবং আমরা তা পূরণ করবই।

বিধানসভা নির্বাচনের প্রচারে এই মুহূর্তে সারা গুজরাট চষে বেড়াচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিগত দুই দশকের নিজেদের রেকর্ড ভেঙ্গেই এবার গুজরাটে বিপুল জয়লাভ করবে বিজেপি বলে মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনী প্রচারের ফাঁকে সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক প্রতিবেদনে অভিন্ন দিওয়ানি বিধি নিয়ে নিজের মতামত প্রকাশ করেন শাহ।

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version