Tuesday, August 26, 2025

ঘুম ভাঙল অমিতের! দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে হাঁটছে বিজেপি?

Date:

দেশে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Rules) কার্যকর করার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর শাহের এমন ঘোষণার পরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অমিত শাহ বলেন, বিজেপি নির্বাচনী ইস্তেহারে (Election Manifesto) প্রতিশ্রুতি দিয়েছিল দেশে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা হবে। আর এখনই সেই প্রতিশ্রুতি পূরণের সঠিক সময় এসেছে।

এক বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ১৯৫০ সালের পর থেকেই প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে। এতে সায় ছিল জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ এবং রাজা জি সি গোপালাচারীর। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে তাঁরা চেয়েছিলেন যে দেশে সবার জন্য যাতে সমান আইন হয়।

পাশাপাশি এদিন অমিত শাহ জানান, তুষ্টিকরণের রাজনীতির (Politics of Appeasement) কারণে কংগ্রেস ১৯৬৮ সালের পর থেকে অভিন্ন দেওয়ানি বিধিকে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছিল। তবে জাতীয় স্তরে না হলেও ইতিমধ্যেই একাধিক বিজেপি শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য আইন আনার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বারবার মনে করিয়ে দেন, জনসংঘের সময় থেকেই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে এসেছি এবং আমরা তা পূরণ করবই।

বিধানসভা নির্বাচনের প্রচারে এই মুহূর্তে সারা গুজরাট চষে বেড়াচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিগত দুই দশকের নিজেদের রেকর্ড ভেঙ্গেই এবার গুজরাটে বিপুল জয়লাভ করবে বিজেপি বলে মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনী প্রচারের ফাঁকে সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক প্রতিবেদনে অভিন্ন দিওয়ানি বিধি নিয়ে নিজের মতামত প্রকাশ করেন শাহ।

Related articles

নর্তকী থেকে প্রৌঢ়া, একদিনে তিন ‘মৃত্যু’ আনন্দপুরে

একইদিনে তিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকায়। তিনটি দেহের পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের...

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...
Exit mobile version