Friday, August 22, 2025

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (Indian Space Research Organization) নয়া সাফল্য। এবার একটিবার দুটি নয় একসঙ্গে নটি স্যাটেলাইট (satellite) লঞ্চ করতে চলেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গ্যানাইজ়েশন (ISRO)। ২৬ নভেম্বর শ্রীহরিকোটার স্পেসপোর্ট (Space port) থেকে স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করা হবে বলে ইসরো (ISRO) সূত্রে জানা গেছে।

শনিবার সকাল ১১ টা ৫৬ মিনিটে এই স্যাটেলাইট লঞ্চ প্রক্রিয়াটি শিডিউল করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য হল PSLV-C54/ EOS-06 মিশন ও সঙ্গে Oceansat-3। এর পাশাপাশি আরও আটটি ন্যানো স্যাটেলাইট লঞ্চ করা হবে, যার মধ্যে একটি ভুটানের যৌথ সহযোগিতায় তৈরি করা হয়েছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গ্যানাইজ়েশন (ISRO) – এর PSLV-C54 লঞ্চ করবে EOS-06 স্যাটেলাইট (Earth Observation Satellite – 06)। দুটি ভিন্ন SSPO থেকে আটটি ন্যানো-স্যাটেলাইট লঞ্চ করা হবে । প্রাথমিক স্যাটেলাইটটি (EOS-06) অরবটি-১ থেকে পৃথক হয়ে যাবে। পরবর্তীকালে PSLV-C54 গাড়ির প্রপালশন বে রিং-এ (Propulsion bay ring) প্রবর্তিত দুটি অরবিট চেঞ্জ থ্রাস্টার (Orbit change thruster) ব্যবহার করে অরবিট পরিবর্তনের পরিকল্পনা করা হবে। PSLV-C54 উৎক্ষেপণ প্রথম লঞ্চ প্যাড (FLP), SDSC, SHAR থেকে করা হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন এটা নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। তিনি বলেন EOS-06 (Oceansat-3) ও আটটি ন্যানো স্যাটেলাইট রয়েছে। যার মধ্যে ভুটানস্যাট, পিক্সেলের আনন্দ, ধ্রুবা স্পেসের থাইবোল্টের দুটি নম্বর এবং অ্যাস্ট্রোক্যাট স্পেসফ্লাইট USA-র চারটি নম্বর বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করছেন তাঁরা।

 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version