Thursday, August 21, 2025

প্রাথমিকের টেট নিয়ে মুখ্য সচিবের বৈঠক, কড়া পদক্ষেপের ইঙ্গিত নবান্নের

Date:

১১ ডিসেম্বর প্রাথমিক টেট (Primary TET) যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় এবার সেই দিকেই সজাগ দৃষ্টি নবান্নের (Nabanna)। বৃহস্পতিবার টেট (TET) প্রক্রিয়ার নানা খুঁটিনাটি বিষয় নিয়ে নবান্নে বৈঠক সারলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। পরীক্ষা পরিচালনা পদ্ধতি থেকে শুরু করে ফল প্রকাশের আনুমানিক দিনক্ষণ সব নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে বলেই নবান্ন সূত্রে খবর।

চলতি বছরের প্রাথমিক টেটে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ। ১৪৫৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে বলে পর্ষদ সূত্রে জানা গেছে। প্রাথমিকের টেট পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তার সঙ্গে কোনও আপোস করতে রাজি নয় রাজ্য। তার জন্যই এবার ডিএম, ও এসডিও অফিসে চালু থাকবে হেল্পলাইন (Helpline)। এই মর্মে জেলাগুলিকে বিশেষ নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary)। ডিএম (DM) ও এসডিও অফিসে (SDO Office) যে হেল্প লাইনগুলি থাকবে সেই হেল্পলাইনের নম্বর প্রচার করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনার। ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালও। কিন্তু, বৈঠকে রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকেরা উপস্থিত থাকলেও ছিলেন না স্কুলশিক্ষা সচিব মণীশ জৈন। নবান্নের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Gautam Paul) দাবি করেছেন, টেট হওয়ার ৭ থেকে ১০ দিনের মধ্যেই পরীক্ষার ফলপ্রকাশ করে দেওয়া হবে। পাশাপাশি পরীক্ষা চলাকালীন সময়ে হাওড়া ও কলকাতার মধ্যে যাতে কোনও রকম ট্রাফিক জনিত সমস্যা তৈরি না হয় সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে হাওড়া ও কলকাতা পুলিশের সিপিকে ।

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version