Monday, May 5, 2025

চলতি কাতার বিশ্বকাপে ট্রফি জয়ের অন্যতম ফেভারিট ব্রাজিল। ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় গ্রুপ লিগের প্রথম ম্যাচটি খেলতে নামছে পেলে-রোমারিও-রোনাল্ডোদের দেশ। এবার কাতারে সেলেকাওরা ফাইনালে পৌঁছবে বলেই বিশ্বাস রাফিনহার। শুধু তাই নয়, তিতের দলের অ্যাটাকিং মিডফিল্ডারটির দাবি, টুর্নামেন্টে তাঁরা কমপক্ষে ১০বার জালে বল জড়াবেন। তাই গোলের সেলিব্রেশনও ছকা হয়ে গিয়েছে সাম্বার দেশের ফুটবলারদের।

এদিকে বিশ্বকাপের আসরে ফের হেয়ার স্টাইল বদল করলেন ব্রাজিলের মহাতারকা নেইমার। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামার আগে হেয়ার স্টাইল নিউ লুক দিলেন নেইমার। গত রাশিয়া বিশ্বকাপে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহের মধ্যে চারবার চুলে নতুন ছাঁট দিয়েছিলেন তিনি। তখনও বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। এবারও সেই পথেই হাঁটলেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে চুলে নতুন ছাঁট দিয়েছেন নেইমার।

নেইমারের এই নতুন চুলের ছাঁট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট নারিকো। আসল নাম দেইলসন দস রেইস হলেও তিনি নারিকো নামেই পরিচিত। নেইমারের পাশে দাঁড়িয়ে একটি ছবি তুলে নিজের পোস্টে নারিকো লিখেছেন, “আস্থা রাখার জন্য ধন্যবাদ নেইমার। এই মুহূর্তের সঙ্গী হতে পেরে গর্ব বোধ করছি। বিশ্বকাপে প্রথম দিন। ঈশ্বর তোমার ব্রাজিল দলের সহায় হউন।”

নারিকোকে নিয়েই কাতারে গিয়েছেন নেইমার। সেখানে গিয়ে চুলে নতুন ছাঁট দিয়ে হাসিমুখে ছবিও তুলেছেন ব্রাজিল তারকা। ২০১৮ বিশ্বকাপেও নারিকোকে নিজের সঙ্গে রাশিয়ায় নিয়ে গিয়েছিলেন নেইমার।

আরও পড়ুন:ক‍্যামেরুনকে ১-০ গোলে হারাল সুইজারল্যান্ড, গোল করেও উচ্ছাস নেই এম্বেলোর

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version