লাগাতার দাবির জেরে অবশেষে রাজ্যকে GST-ক্ষতিপূরণ অনুমোদন কেন্দ্রের

রাজ্যের বকেয়া নিয়ে লাগাতার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MamataBandopadhyay)। দিল্লিতে (Delhi) দরবার করেছেন তিনি। দাবি জানিয়েছে শাসকদল তৃণমূলও। আর এই লাগাতার দাবির জেরে অবশেষে জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারকে আরও ৮১৪ কোটি টাকা অনুমোদন করল কেন্দ্র। এটাই কেন্দ্রের কাছ থেকে রাজ্যের GST ক্ষতিপূরণ বাবদ শেষ প্রাপ্য টাকা। ২০১৭ সালে ১ জুলাই জিএসটি লাগু হওয়ার সময় কেন্দ্রের তরফ থেকে সব রাজ্য সরকারকে বলা হয়েছিল, ৫ বছর জিএসটি বাবদ ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী ২০২২–এর জুন মাসে ক্ষতিপূরণ বাবদ টাকা পাওয়ার কথা রাজ্যগুলির। সেই টাকাই শুক্রবার অনুমোদন করল কেন্দ্র।

সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির জন্য কেন্দ্র সরকার মোট ১৭ হাজার কোটি টাকা অনুমোদন করেছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য ৮১৪ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে ইতিমধ্যেই অনুরোধ করেছেন আরও তিন থেকে পাঁচ বছর জিএসটি বাবদ ক্ষতিপূরণ রাজ্যকে দেওয়া হোক।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, অতিমারির কারণে গত ২ বছর অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে রাজ্যগুলি। সেভাবে কর আদায়ও হয়নি। এই কারণেই কেন্দ্রের কাছে এই অনুরোধ জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা অমিত মিত্রও মনে করেন, অন্তত তিন বছর আরও জিএসটি বাবদ ক্ষতিপূরণ দেওয়া হোক রাজ্যকে।

আরও পড়ুন- সুখবর ! সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন রূপান্তরকামীরাও

 

Previous articleসুখবর ! সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন রূপান্তরকামীরাও
Next articleশুধুমাত্র পদ্ধতিগত ত্রুটিতে ১০০ দিনের কাজের বকেয়া থেকে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্র: প্রদীপ