Wednesday, August 27, 2025

বিরোধীরা এলে খুশি হতাম: বিধানসভার স্মারক ভবন উদ্বোধনে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

বিধানসভার স্মারক ভবন উদ্বোধনে সব রাজনৈতিক দলকে নিয়ে চলার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। তিনি বলেন, “এই অনুষ্ঠানে সকলে এসেছেন। বিরোধী দলনেতা বা বিরোধী দলের বিধায়করা এলে খুশি হতাম।”

অনুষ্ঠানে একটি তথ্যচিত্র দেখানো হয় অল্প সময়ের মধ্যে সেটি তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী বিধানসভার সবাইকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তাঁর পরামর্শ, “এখানে সবই আছে তথ্যচিত্রে। শুধু প্রথম যিনি রাজ্যপাল হিসেবে বিধানসভায় ভাষণ দিয়েছিলেন সেটা থাকলে ভালো হত।” এখানে সব কিছু ডিজিটাল পদ্ধতিতে হবে। বিধানসভা ও কলকাতার ইতিহাস ডিজিটাইজ করে রাখা হোক- নির্দেশ মমতার।

এর পাশাপাশি বিধায়ক, সাংবাদিক, বিধানসভার কর্মী, যাঁরা এটা বানিয়েছেন তাঁদের একটা প্ল্যাটিনাম জুবিলি স্মারক দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। ফিল্ম ফেস্টিভ্যালে সব বিধায়কদের আমন্ত্রণ জানানো হোক।

কিছুদিন আগেই মৃত্যু হয়েছে বিধানসভার কর্মী রিনার। তিনি যেখানে কাজ করতেন বিধানসভায় সেই জায়গায় তাঁর ছবি লাগানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ও যেখানে চা বানাতো সেখানে আমি ছবি লাগিয়েছি। এভাবে আমরা সবাইকে যেন মনে রাখি।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান ফেস্টিভলে আসার বিষয়ে সম্মতি জানিয়েছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও আরও বিশিষ্ট আসবেন বলে জানান তিনি। ফিল্ম ফেস্টিভ্যালে সব দলের সাংসদ-বিধায়কদের আমন্ত্রণ জানানোর জন্য রাজ চক্রবর্তীকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version